শীত কবে থেকে শুরু জানাল আবহাওয়া অফিস
নভেম্বরের শুরুতে নেই শীতের আমেজ। গত মাসের শেষপর্যন্ত বৃষ্টি থেকে রেহাই পায়নি বাংলা। চলতি মাসের শুরু থেকেই ক্রমেই শুষ্ক আবহাওয়ার মরশুম ফিরছে। জলীয় বাষ্পের পরিমাণ কমায় আর্দ্রতাজনিত অস্বস্তিও কমছে। শীতের আমেজ কবে পাওয়া যাবে? আবহাওয়ার রূপবদলের বড় আপডেট দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি (Rain) হতে পারে। তবে এখনই নতুন করে পারদ পতনের আর সম্ভাবনা নেই। এমনিতেই গত কয়েক দিনে তাপমাত্রা খানিকটা নেমেছে। হাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্প থাকার জেরে ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকবে।
রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে আগামী কয়েক দিন রাতে ও সকালের দিকে শীতের আমেজ টের পাওয়া যাবে। আগামী দিন সাতেক পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রাতেও বিশেষ বদল হবে না।শহর কলকাতায় সোমবার সকাল থেকে মেঘ মুক্ত পরিষ্কার আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আপাতত নতুন করে কলকাতায় পারদ পতনের কোনও সম্ভাবনা নেই। মোটের উপর আগামী দিন পাঁচেক শহর কলকাতার তাপমাত্রাও মোটামুটি একই থাকবে। তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ থাকলেও উত্তরের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে। সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতেও।