খেলাধুলা বিভাগে ফিরে যান

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় পিছল ভারত

নভেম্বর 4, 2024 | < 1 min read

২৪ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ (৩-০) হল ভারতীয় দল। ২০০০ সালে হ্যান্সি ক্রোনিয়ের দক্ষিণ আফ্রিকা দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ভারতের মাটিতে। এবার ভারতকে হোয়াইটওয়াশ হতে হল নিউজিল্যান্ডের কাছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ফেরা রোহিতরা ঘরের মাঠে বাংলাদেশকে সহজে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় ছিলেন। সেই আত্মবিশ্বাসের আড়ালে যে টেস্ট ম্যাচ খেলার দক্ষতায় মরচে ধরেছে, তা বুঝতে পারেননি রোহিত শর্মা, বিরাট কোহলিরা।নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ২ নম্বরে চলে এল ভারতীয় ক্রিকেট দল। শীর্ষে অস্ট্রেলিয়ায়। তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ায় পয়েন্ট ৯০। তাদের পয়েন্টের শতাংশ ৬২.৯০। কিউয়িদের বিরুদ্ধে সিরিজের পরে ভারত ১৪টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, একটি ড্র এবং পাঁচটিতে হার। রোহিতদের পয়েন্টের শতাংশ ৫৮.৩৩। তিন নম্বরে থাকা শ্রীলঙ্কা ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। লঙ্কানদের পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। ভারতকে ৩-০ হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ফিরে এসেছে নিউজিল্যান্ড। এখন টম লাথামদের পয়েন্টের শতাংশ ৫৪.৫৫। এই পয়েন্টের শতাংশের উপরে নির্ভর করেই শীর্ষে থাকা দুটি দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পায়। ভারতকে টেস্ট বিশ্বকাপের ফাইনালে খেলতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজটি জিততে হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কেকেআর ক্যাপ্টেন হচ্ছেন ঋষভ?
FacebookWhatsAppEmailShare
দ্বিতীয় ‘হোম গ্রাউন্ড’ পাচ্ছে কেকেআর! ইডেন ছেড়ে কোন রাজ্যে খেলবে?
FacebookWhatsAppEmailShare
আইপিএলের নিলামের আগে কোন দল কাকে ধরে রাখল?
FacebookWhatsAppEmailShare