আরজি কর ইস্যু নিয়ে অবশেষে ‘নীরবতা’ ভাঙলেন অনির্বাণ ভট্টাচার্য
৯ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার পর থেকেই রাজ্য তথা দেশ জুড়ো আন্দোলন চলেছে। অরাজনৈতিক আন্দোলন প্রথমে শুরু হলেও পরে তাতে মেশে রাজনীতির রং। আবার কিছু বিশিষ্টজন আন্দোলনের পাশাপাশি নিজেদের কাজের প্রোমোশনই চালিয়ে গিয়েছেন পুরো দমে। শুধু তাই নয়, উৎসবের বিরোধিতা করে দুর্গাপুজোয় তাঁদের কী ছবি মুক্তি পাচ্ছে- তা জানাতে ভোলেননি। ছাড়েননি পুজোর বিজ্ঞাপনের কাজও। সমাজ সচেতন, প্রতিবাদের মুখ হিসেবে পরিচিত অনির্বাণ ভট্টাচার্য আরজি কর পর্বে ছিলেন পুরো চুপ।
সমাজমাধ্যমে কোনও বার্তাও পাওয়া যায়নি। তাই প্রশ্ন উঠেছিল অনির্বাণ কোথায়? অবশেষে নীরবতা ভাঙলেন অনির্বাণ।আরজি করের বিষয়ে অনির্বান বললেন, ‘আরজি করের ঘটনা এবং তারপর হওয়া আন্দোলন স্বতন্ত্র। সামাজিক ভাবে অত্যন্ত গম্ভীর একটি বিষয়। আমার কাজ আমার কাছে স্বতন্ত্র এবং গুরুত্বপূর্ণ বিষয়। দুটোর তুলনা করছি না। আমি আমার কাজ নিয়ে কথা বলতে গিয়ে ফাউ ফুচকার মতো আন্দোলন আর আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে ফাউ ফুচকার মতো করে কবে সিরিজ আসছে, এই লুপটাতে আমি থাকতে চাই না।আমি আসলে আমার লড়াই লড়তে নেমেছি। আমি যাঁদের সঙ্গে সহমত পোষণ করেছি, তাঁদের সঙ্গে মিছিলে এসেছি। তবে প্রত্যেকেরই প্রতিবাদের ভিন্ন ভাষা থাকে। আমি রাস্তায় নেমেছি বলেই সকলকে রাস্তায় নামতে হবে এমন নয়। আমি কাউকে দেখে রাস্তায় নামিনি।’