কেকেআর ক্যাপ্টেন হচ্ছেন ঋষভ?
ঋষভ পন্থকে দিল্লি ক্যাপিটালসের রিটেইন না করা রীতিমতো বড় চমক। আর তাতেই আলাদা মাত্রা পেয়েছে আইপিএলের আসন্ন মেগা নিলাম। তারকা উইকেটরক্ষককে পাওয়ার জন্য যে ঝড় উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, ইতিমধ্যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি পন্থকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তাদের মধ্যে অন্যতম কলকাতা নাইট রাইডার্স। গতবারের আইপিএল জয়ী ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে ছেড়ে দিয়েছে তারা। কেকেআর রিটেইন করেছে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রামনদীপ সিংকে। কিন্তু তাঁরা কেউই নেতৃত্বের দাবিদার নন। তাই শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ঋষভের হাতেই ব্যাটন তুলে দিতে চায়। যদিও কাজটা সহজ হবে না।
কারণ, নিলামে ঋষভকে ছিনিয়ে নেওয়ার ছক কষছে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। দিল্লির রাইট টু ম্যাচের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স দলে আপাতত একজন তারকা ক্রিকেটারের দরকার যিনি অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করতে পারবেন। তবে কলকাতা নাইট রাইডার্সে এলে ঋষভ নিজেও যথেষ্ট লাভবান হবেন। তিনি নেতৃত্ব দেওয়ার জন্য শুধুমাত্র একটা শক্তিশালী দলই পাবেন না, পাশাপাশি এই দলে সুপারস্টার ক্রিকেটারদের মহাসমারোহ দেখতে পাওয়া যাবে।
নিলামে বেঙ্গালুরুর হাতে থাকছে ৮৩ কোটি টাকা। ফলে পন্থকে নেওয়ার জন্য দর বাড়লে তারা লড়াইয়ে থাকবে। টাকার লড়াইয়ে পিছিয়ে পড়তে পারে চেন্নাই এবং কলকাতা। ধোনির দলের হাতে রয়েছে ৫৫ কোটি টাকা। কলকাতার হাতে ৫১ কোটি টাকা। সেখানে বেঙ্গালুরুর হাতে অনেকটাই বেশি টাকা রয়েছে। যদিও পঞ্জাব কিংস ইতিমধ্যেই জানিয়েছে, পন্থকে দলে নিতে তারা ৩০ কোটি টাকা দিতেও রাজি। তা