রাজনীতি বিভাগে ফিরে যান

ফের ফেব্রুয়ারিতে ‘নবজোয়ার’ কর্মসূচি অভিষেকের

নভেম্বর 3, 2024 | < 1 min read

গতবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নবজোয়ার যাত্রায় ফল মিলে ছিল ভোট বাক্সে। তাই এবার কি নবজোয়ার যাত্রার প্রস্তুতি শুরু করছেন তৃণমূলের ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সূত্রের খবর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রথমবারের মতো এবারও বেশ কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় নবজোয়ার যাত্রা করবেন অভিষেক। সূত্রের খবর এবারও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এই যাত্রা হবে। কিছু রুট গতবারের থেকে পরিবর্তন হবে বলেই জানা গিয়েছে।

এই নব জোয়ার যাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের সমস্ত কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং এ রাজ্যে বিরোধীদের আক্রান্তমূলক কুৎসা।অভিষেক তাঁর চোখের অস্ত্রোপচার সেরে ফিরলেও আপাতত কিছু বিধিনিষেধের মধ্যে সাবধানতার কারণে থাকতে হবে। এর মধ্যেই প্রয়োজনীয় হোমওয়ার্ক যতটা সম্ভব এগিয়ে নেবেন তিনি। সাংগঠনিক রদবদলেও সক্রিয় ভূমিকা নেবেন নেত্রীর সঙ্গে। তারপর ফেব্রুয়ারি থেকে নবজোয়ারের দ্বিতীয় পর্যায়ের কথা শোনা যাচ্ছে। নভেম্বর থেকে জানুয়ারি তিন মাস সংগঠনের বিভিন্ন স্তরে সময়োপযোগী পরিবর্তন আনবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে দলের কোর কমিটির মুখ্যমন্ত্রী। মমতা এবং অভিষেক দুজনেই চাইছেন দলকে দূষণমুক্ত করতে। অর্থাৎ অভিযোগ আছে তাদের রাখতে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতাকে রক্ষা করাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল,আর জি কর কাণ্ডের আন্দোলন নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
FacebookWhatsAppEmailShare
বিজয়া সম্মিলনী দিয়ে ফের রাজনৈতিক কর্মসূচিতে অভিষেক
FacebookWhatsAppEmailShare
ফের প্রত্যাবর্তন ট্রাম্পের
FacebookWhatsAppEmailShare