আইপিএলের নিলামের আগে কোন দল কাকে ধরে রাখল?
আইপিএলের দলগুলি জানিয়ে দিয়েছে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখছে তারা। সবচেয়ে বেশি ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। ভারতীয় এবং বিদেশি মিলিয়ে মোট ২৫ ক্রিকেটারকে দলে নিতে পারে দলগুলি। ১০টি দল মিলিয়ে মোট ৪৬ জন ক্রিকেটারকে রেখে দিয়েছে। নিলামে দল পেতে পারেন সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার। সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার দল পেতে পারেন আইপিএলের নিলামে। তিনজন প্রথম সারির ক্রিকেটার এবং অধিনায়ককে মেগা নিলামে দেখা যাবে। এই তালিকায় আছেন ঋষভ পন্থ, কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার। দিল্লি ক্যাপিটলস, লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স তাঁদের রিটেন করেনি। অন্যদিকে নিজেদের কোর দল ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। রিটেন করা হয়েছে রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ডিয়া এবং সূর্যকুমার যাদবকে। ছ’জনকে রাখে কেকেআর। এই তালিকায় রয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী। আনক্যাপড প্লেয়ার হিসেবে রাখা হয়েছে হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে। সানরাইজার্স হায়দরাবাদও ছ’জনকে রেখেছে। মাত্র দু’জনকে রিটেন করেছে পাঞ্জাব কিংস। ছেড়ে দিয়েছে অর্শদীপ সিংকে।
দশ ফ্র্যাঞ্চাইজির রিটেনশন তালিকা:
কলকাতা নাইট রাইডার্স: রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)
মুম্বই ইন্ডিয়ান্স : যশপ্রীত বুমরা (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পাণ্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০), তিলক বর্মা (৮ কোটি)
সানরাইজার্স হায়দরাবাদ : হেনরিচ ক্লাসেন(২৩ কোটি), প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি), নীতিশ কুমার রেড্ডি (৬ কোটি)
লখনউ সুপার জায়ান্টস : নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণোই (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)
পাঞ্জাব কিংস : শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরান সিং (৪ কোটি)
চেন্নাই সুপার কিংস : ঋতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মাথিশা পথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), এমএস ধোনি (৪ কোটি)
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়েসওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমেয়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি), যশ দয়াল (৫ কোটি)
দিল্লি ক্যাপিটলস: অক্ষর প্যাটেল (১৬.৫০ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি), অভিষেক পোড়েল (৪ কোটি)
গুজরাট টাইটানস : রশিদ খান (১৮ কোটি), শুভমন গিল (১৬.৫০ কোটি), সাই সুদর্শন (৮.৫০ কোটি), রাহুল তেওয়াটিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)