কলকাতা বিভাগে ফিরে যান

রাজ্যের পাঁচ মেডিক্যাল কলেজে শুরু ‘সেন্ট্রাল রেফারেল সিস্টেম’

নভেম্বর 2, 2024 | < 1 min read

এবার একাধিক হাসপাতালে চালু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম। এর মধ্যে কলকাতায় চারটি সরকারি হাসপাতালে চালু হল এই পরিষেবা। আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস ও ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা। এরইসঙ্গে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে সাগর দত্ত মেডিক্যাল কলেজেও শুরু হয়েছে এই ব্যবস্থা। অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে দীপাবলি থেকেই ৫টি সরকারি হাসপাতালে শুরু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম।

এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম প্রসঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী জানিয়েছেন, “কম্পিউটারের সাহায্যে আমরা এটা করছি। এই বিষয়টি আইটি-র লোকেরা পর্যবেক্ষণ করবেন। আমরা আজ থেকে চালু করছি। ইমারজেন্সি বিভাগে সিনিয়র চিকিৎসকেরা থাকবেন ৷ তাঁরা দেখবেন সমস্ত কিছু। আজকে থেকেই আমরা খানিকটা ট্রায়াল পদ্ধতিতে এগোচ্ছি। কারণ যত দিন যাবে, ততই বুঝতে পারব যে আর কী আপডেট করার দরকার রয়েছে । সেইভাবে স্বাস্থ্য দফতরকে জানাব । অবশ্যই আমরা এটার আরও আপডেট পদ্ধতি নিয়ে আসব। কারণ এর ফলে রোগীদের সমস্যার অনেকটাই সমাধান হবে।

“স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল রেফারেল সিস্টেমে সাফল্য আসলে, পরবর্তী ধাপে বেড ভ্যাকেন্সি মনিটর রিয়েল টাইম আপডেটের তথ্যও পরীক্ষামূলকভাবে শুরু করবে তারা। সেন্ট্রাল রেফারেল সিস্টেমের মাধ্যমে গ্রামীণ হাসপাতাল থেকে কোনও রোগীকে শহরের মেডিক্যাল কলেজগুলিতে স্থানান্তরিত করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এটি একটি পোর্টাল। যার মাধ্যমে হাসপাতালগুলির খালি বেডের সংখ্যা জানা যাবে। সেই তথ্য মতো রোগী রেফার করবেন কোনও হাসপাতালের ডাক্তারবাবু। তাতে রোগী ও তাঁর আত্মীয়দের বেড খোঁজার জন্য হন্যে হয়ে ঘুরতে হবে না।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

জেডিএফ তহবিলের ৪ কোটি দিক নির্যাতিতার বাবা-মাকে, দাবি জেডিএ-র
FacebookWhatsAppEmailShare
ছট পুজোর জন্য কৃত্রিম জলাধার সহ কী কী ব্যবস্থা নিয়েছে প্রশাসন, জানালেন মেয়র
FacebookWhatsAppEmailShare
বিল্ডিং প্ল্যান অনুমোদনে বড় সিদ্ধান্তের পথে রাজ্য, জানুয়ারি থেকেই কড়া নিয়ম
FacebookWhatsAppEmailShare