আরজি করকাণ্ডে CBI তদন্তে অসন্তুষ্ট জুনিয়র ডাক্তাররা
অভয়ার বিচারের দাবিতে সিবিআইয়ের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন আন্দোলনকারী জুনিয়ার ডাক্তাররা। ঘটনার পর ৮৪ দিন পার হয়ে গেলেও এই ঘটনায় চার্জশিটে শুধু মাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই দোষী হিসেবে দেখানো হয়েছে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ কে এই মামলায় গ্রেপ্তার করা হলেও তাদের বিরুদ্ধে চার্জশিটে নাম নেই।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে দেবাশিস হালদার সাংবাদিক বৈঠকে বলেন, “তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আমরা হতাশ। দেখতে দেখতে এতগুলো দিন পেরিয়ে গেল। তদন্তের কোনও অগ্রগতি তো দেখা যাচ্ছে না।” সিবিআই চার্জশিটের প্রসঙ্গে দেবাশিসরা বলেন, ‘এটাই যদি সিবিআই-এর প্রাথমিক চার্জশিট হয় তাহলে তা অত্যন্ত দুর্বল। এছাড়া এই চার্জশিটে অনেক ধোঁয়াশা রয়েছে, থেকে গেছে একাধিক প্রশ্নও।’আরজি করে নির্যাতিতা যাতে সঠিক বিচার পান সেই দাবিতে ‘অভয়ামঞ্চ’ তৈরি করে ফের পথে নেমেছিলেন ডাক্তারা। পাশাপাশি আগামী ৪ নভেম্বর ‘দ্রোহের আলো জ্বালাও’ কর্মসূচির ডাকও দিয়েছেন তারা। ডাক্তাররা জানিয়েছেন, তাঁরা কোনওভাবেই আন্দোলন থেকে পিছিয়ে আসবে না। উল্টে দ্রুত মামলার সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।