ভাইফোঁটাতেও বৃষ্টি! বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর
রবিবার ভাইফোঁটা! কেমন থাকবে ভাইবোনদের এই বিশেষ দিনের আবহাওয়া? হওয়া অফিস সূত্রে খবর, এদিন বৃষ্টির ভোগান্তি নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে ভাইফোঁটার দিন। দক্ষিণা বাতাস, পুবের বাতাস ছাড়াও প্রভাব বাড়বে উত্তর-পশ্চিমও পশ্চিমা হওয়ার প্রভাব। এতেই ঢুকবে ঠান্ডা। আগামী সপ্তাহভর চলবে শুষ্ক আবহাওয়া।রবিবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহা,র জলপাইগুড়ি, মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এই মুহূর্তে ঘূর্নাবর্ত রয়েছে উত্তর-পূর্ব অসম এবং পশ্চিম অসমে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাল্ফ অফ মানারে। যার প্রভাবে আগামী তিন চার দিনে দু’থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। তাপমাত্রার তারতম্যে এবং বাতাসে কিছু জলীয় বাষ্প থাকায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশার মতোন পরিবেশ তৈরি হবে দু;এক জায়গায়।আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, গোটা সপ্তাহে বৃষ্টির সম্ভবনা কার্যত নেই বললেই চলে। আগামী চারদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ সপ্তাহখানেকের মধ্যে শীত এসে দরজায় কড়া নাড়বে।