বাংলা বিভাগে ফিরে যান

উপনির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

অক্টোবর 30, 2024 | 2 min read

১৩ নভেম্বর উপনির্বাচন রাজ্যের ছয়টি বিধানসভা আসনে। প্রস্তুতি প্রায় শেষের দিকে। চলতি মাসের তৃতীয় সপ্তাহেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলি। এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংড়ায় উপনির্বাচন রয়েছে। যা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে একটি ভার্চুয়াল বৈঠক হয়। জানা যায়, বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার স্পষ্ট জানিয়েছেন, লোকসভা নির্বাচনের মতো গুরুত্ব সহকারে করাতে হবে উপনির্বাচনও।

কমিশনের তথ্য অনুযায়ী…

শিতাইয়ে মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৫৫ হাজার ৬৫ জন । এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ৫৮ হাজার ৪৭৪ জন । মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ৪৭ হাজার ৯১ জন । তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই এই কেন্দ্রে । মোট পোলিং স্টেশনের সংখ্যা হল ৩০০টি ।

মদারিহাট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হল ২ লক্ষ ২০হাজার ৩৪২ জন । পুরুষ ভোটারের সংখ্য়া হল ১লক্ষ ৮ হাজার ৩৬৭ জন । মহিলা ভোটারের সংখ্যা হল ১ লক্ষ ১১ হাজার ৯৭০ জন । তৃতীয় লিঙ্গের ভোটার হলেন ৫ জন । মোট পোলিং স্টেশনের সংখ্যা হল ২২৬টি ।

নৈহাটি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হল ১ লক্ষ ৯৩ হাজার ৮৩৫ জন । পুরুষ ভোটার হলেন ৯৬ হাজার ৭৪ জন । মহিলা ভোটার হলেন ৯৭ হাজার ৭৫৩ জন । তৃতীয় লিঙ্গের ভোটার হলেন ৮ জন। মোট পোলিং স্টেশনের সংখ্যা হল ২১০টি ।

হাড়োয়াতে মোট ভোটারের সংখ্যা হলেন ২ লক্ষ ৬৯ হাজার ১০৩ জন । পুরুষ ভোটার হলেন ১ লক্ষ ৩৮ হাজার ৭০৫ জন । মহিলা ভোটার হলেন ১ লক্ষ ৩০ হাজার ৩৯৩ জন । তৃতীয় লিঙ্গের ভোটার হলেন মোট ৫ জন । মোট ২৭৯টি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে ৷

মেদিনীপুর কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হল ২ লক্ষ ৯১ হাজার ৭১৪ জন । এদের মধ্যে পুরুষ ভোটার হলেন ১ লক্ষ ৪৩ হাজার ৫৭৩ জন । মহিলা ভোটার হলেন ১ লক্ষ ৪৮ হাজার ১৪০ জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন । মোট পোলিং স্টেশন হল ৩০৪টি ।

তালডাংরা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হল ২ লক্ষ ৪১ হাজার ৪৯৭ জন । এদের মধ্যে পুরুষ ভোটার হলেন ১লক্ষ ২২ হাজার ৫০৯ জন । মহিলা ভোটার হলেন ১ লক্ষ ১৮ হাজার ৯৮৮ জন । তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই এই কেন্দ্রে । মোট পোলিং স্টেশন হল ২৬৪টি ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রুপোকালী মায়ের আরাধনার মধ্যে দিয়ে নদিয়ার শান্তিপুরের জগদ্ধাত্রী পুজো উৎসব শুরু
FacebookWhatsAppEmailShare
চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা
FacebookWhatsAppEmailShare
কৃষ্ণনগরের একমাত্র ব্যতিক্রমী জগদ্ধাত্রী পুজো নুড়িপাড়া বারোয়ারি
FacebookWhatsAppEmailShare