দেশ বিভাগে ফিরে যান

১৫ দিনে ৪০০ উড়ানে বোমাতঙ্ক, কিছুতেই থামছে না হুমকি বার্তা পাঠানো

অক্টোবর 30, 2024 | 2 min read

বিমানে বোমা হামলা হুমকি যেন থামছেই না। প্রায় প্রতি দিনই কোনও না কোনও বিমানসংস্থার কাছে পৌঁছে যাচ্ছে হুমকি বার্তা। মঙ্গলবার নতুন করে এয়ার ইন্ডিয়ার ৩২টি বিমানে বোমাতঙ্ক ছড়াল।সমাজমাধ্যম থেকেই ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ৭টি বিমানে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়েছে। এবার এই ঘটনায় নতুন মোড়। ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে মঙ্গলবার সকালেই নাগপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, অভিযুক্তের নাম জগদীশ উকি। মহারাষ্ট্রের গোন্ডিয়া এলাকার বাসিন্দা। উকি নাকি একজন লেখকও । সন্ত্রাসবাদের উপর একটি বই লিখেছেন। এর আগে ২০২১ সালে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। হুমকি ইমেলগুলির সঙ্গে লেখকের যোগ সংক্রান্ত বিশদ তথ্য হাতে আসে তদন্তকারীদের। জানা গিয়েছে, পলাতক ছিলেন উকি। তার খোঁজে তল্লাশি শুরু করে নাগপুর পুলিশ। মঙ্গলবারই তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের সূত্রে খবর, শুধু উড়ান সংস্থা নয়, বিভিন্ন সরকারি দফতর যেমন প্রধানমন্ত্রী, রেলমন্ত্রীর দফতরেও উকি হুমকি ইমেল পাঠিয়েছিলেন বলে অভিযোগ।

বারবার, ভুয়ো বোমাতঙ্কের খবর ছড়ানোর ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র। কড়া পদক্ষেপের চিন্তা-ভাবনা করা হচ্ছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছিলেন, যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে এই বার্তাগুলি আসছে, সেগুলিকে নিষিদ্ধ করার পথে চিন্তা ভাবনা করছে কেন্দ্র। অসামরিক বিমান পরিবহণ সংক্রান্ত দু’টি আইনে প্রয়োজনীয় সংশোধন আনারও ভাবনাচিন্তা চলছে বলে জানান মন্ত্রী।

ভুয়ো তথ্য ছড়িয়ে কেউ ধরা পড়লে, তাঁর বিরুদ্ধে কড়া শাস্তি এবং জরিমানারও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়া, ভুয়ো বোমা হামলার হুমকির অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে, তাদের বিমানে ওঠা পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। খুব শীঘ্রই সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

এবার বিরাট-বাবর, বুমরাহ-শাহীন শাহ আফ্রিদি এক টিমে খেলবেন
FacebookWhatsAppEmailShare
২০৩৬-এ অলিম্পিক্স ও প্যারা-অলিম্পিক্স আয়োজন করতে চায় ভার‍ত
FacebookWhatsAppEmailShare
কেন্দ্রীয় বঞ্চনা সারের জোগানেও, বিকল্প ভাবনা রাজ্যের
FacebookWhatsAppEmailShare