আর জি কর কাণ্ডে এবার ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি
বার জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের সঙ্গে প্রায় আশিটা সংগঠন মিলে গঠিত হল অভয়া মঞ্চ। সিনিয়র চিকিৎসকরা ছাড়াও সেখানে রয়েছে আরও অন্যান্য অরাজনৈতিক রেজিস্টার্ড সংগঠন। সোমবার এই মঞ্চ গঠন করা হয়েছে। আর মঞ্চ গঠিত হওয়ার পরই আগামী দিনের বেশকিছু কর্মসূচির কথাও জানিয়েছে তারা। অভয়া মঞ্চের তরফে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে কর্মসূচি গ্রহণ করবে, সবেতেই তারা অংশ নেবে।আগামী বুধবার জুনিয়র চিকিৎসকদের ‘টর্চ জ্বালো’ কর্মসূচি রয়েছে।
সেখানে তারা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন মশাল হাতে। সেই মিছিলেও অংশ নেবে এই অভয়া মঞ্চ। এছাড়াও নভেম্বর মাসের চার তারিখ সন্ধ্যা সাতটা থেকে রাত তিনটে পর্যন্ত ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচির ডাক দিয়েছে তারা। ৯ নভেম্বর রানি রাসমণি রোডে জমায়েত করা হবে। এরপর তারা জয়নগর থেকে জয়গাঁও জাঠা কর্মসূচিও নিয়েছে। যা পরবর্তী সময়ে প্রকাশ্যে আসবে। উল্লেখ্য, গত শনিবার আরজি কর হাসপাতালের গণকনভেনশন থেকে জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দেরা ঘোষণা করেছেন, আগামী ৩০ অক্টোবর রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সিবিআই দফতর, সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মশাল মিছিল হবে।
জানানো হয়েছে, নির্যাতিতার জন্য বিচার ছিনিয়ে-না আনা পর্যন্ত আন্দোলন জারি থাকবে। এর মধ্যেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন আত্মপ্রকাশ করেছে শনিবার। যার নাম ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন’। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’কে নিশানা করে ওই সংগঠনের সদস্যেরা রাজ্যের মুখ্যসচিবকে একটি ইমেল করেছেন। মোট আট দফা দাবি মুখ্যসচিবকে পাঠানো ইমেলে তুলে ধরেছেন অ্যাসোসিয়েশনের জুনিয়র ডাক্তারেরা।