স্বাস্থ্য বিভাগে ফিরে যান

চিকিৎসকদের ‘উৎকোচ’ না দেওয়ার নির্দেশ, হলফনামা দিতে হবে ওষুধ সংস্থাগুলিকে

অক্টোবর 26, 2024 | < 1 min read

ওষুধ লেখার জন্যে ডাক্তারদের পিছনে টাকা খরচ করা হয় না, দেওয়া হয় না দামি উপঢৌকন বা বিদেশ ভ্রমণ, লাঞ্চ-ডিনার, হোটেল স্টে-র খরচ। রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া ‘ফ্রি স্যাম্পল’ও দেওয়া হয় না কাউকে। শিক্ষামূলক কোনও অনুষ্ঠান স্পনসর করা হয় না কোনও হোটেল বা গেস্ট হাউসে। স্বচ্ছ, মসৃণ ও নৈতিক ব্যবসার স্বার্থে এ বার এই মর্মেই কেন্দ্রীয় সরকারের কাছে হলফনামা দিতে হবে সব ওষুধ সংস্থাকে।সেই হলফনামা রাজ্য পাঠাবে কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রকের অধীন ড্রাগ কন্ট্রোল বিভাগে।

সম্প্রতি কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রকের অধীন ওষুধ বিভাগ ‘ইউনিফর্ম কোড ফর ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিসেস’ (ইউসিপিএমপি-২০২৪) পরিমার্জন করে তা প্রকাশ করেছে বিজ্ঞপ্তি হিসেবে। সেটা অক্ষরে অক্ষরে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে ফার্মা কোম্পানিদের। দেশের সব ফার্মা অ্যাসোসিয়েশনকে মন্ত্রকের যুগ্মসচিব রবীন্দ্রপ্রতাপ সিংয়ের লেখা চিঠিতে বলা হয়েছে, এ নিয়ে দেশের প্রতিটি ওষুধ কোম্পানির মালিক অথবা সিইও কিংবা ম্যানেজিং ডিরেক্টরকে ফি বছর ৩০ জুনের মধ্যে এফিডেভিট জমা করতে হবে মন্ত্রকে। স্বাস্থ্যমহলের একাংশের আশা, এতে ফার্মা কোম্পানিগুলির বিপণনে স্বচ্ছতা আসবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

শনিবার গণ কনভেনশনের ডাক জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের
FacebookWhatsAppEmailShare
আজ আরজি কর মামলার শুনানি
FacebookWhatsAppEmailShare
আজ থেকে গোটা রাজ্যে চালু করা হচ্ছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম
FacebookWhatsAppEmailShare