চিকিৎসকদের ‘উৎকোচ’ না দেওয়ার নির্দেশ, হলফনামা দিতে হবে ওষুধ সংস্থাগুলিকে
ওষুধ লেখার জন্যে ডাক্তারদের পিছনে টাকা খরচ করা হয় না, দেওয়া হয় না দামি উপঢৌকন বা বিদেশ ভ্রমণ, লাঞ্চ-ডিনার, হোটেল স্টে-র খরচ। রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া ‘ফ্রি স্যাম্পল’ও দেওয়া হয় না কাউকে। শিক্ষামূলক কোনও অনুষ্ঠান স্পনসর করা হয় না কোনও হোটেল বা গেস্ট হাউসে। স্বচ্ছ, মসৃণ ও নৈতিক ব্যবসার স্বার্থে এ বার এই মর্মেই কেন্দ্রীয় সরকারের কাছে হলফনামা দিতে হবে সব ওষুধ সংস্থাকে।সেই হলফনামা রাজ্য পাঠাবে কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রকের অধীন ড্রাগ কন্ট্রোল বিভাগে।
সম্প্রতি কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রকের অধীন ওষুধ বিভাগ ‘ইউনিফর্ম কোড ফর ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিসেস’ (ইউসিপিএমপি-২০২৪) পরিমার্জন করে তা প্রকাশ করেছে বিজ্ঞপ্তি হিসেবে। সেটা অক্ষরে অক্ষরে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে ফার্মা কোম্পানিদের। দেশের সব ফার্মা অ্যাসোসিয়েশনকে মন্ত্রকের যুগ্মসচিব রবীন্দ্রপ্রতাপ সিংয়ের লেখা চিঠিতে বলা হয়েছে, এ নিয়ে দেশের প্রতিটি ওষুধ কোম্পানির মালিক অথবা সিইও কিংবা ম্যানেজিং ডিরেক্টরকে ফি বছর ৩০ জুনের মধ্যে এফিডেভিট জমা করতে হবে মন্ত্রকে। স্বাস্থ্যমহলের একাংশের আশা, এতে ফার্মা কোম্পানিগুলির বিপণনে স্বচ্ছতা আসবে।