উচ্চ প্রাথমিকের দ্বিতীয় কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানিয়ে দিল এসএসসি
উচ্চ প্রাথমিকে শিক্ষিক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানিয়ে দিল এসএসসি। প্রথম পর্যায়ে শিক্ষক নিয়োগের পর্ব শেষ হলেই দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং পর্ব শুরু হয়ে যাবে। তবে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং পর্ব শুরু হতে হতে নভেম্বর মাস। নভেম্বর মাসের কোন তারিখ থেকে কত দিন পর্যন্ত উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফার কাউন্সেলিং হবে, তারও দিনক্ষণ জানিয়ে দিয়েছে এসএসসি। আগামী ১১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং হবে বলে এসএসসি জানিয়েছে। এই পর্যায়ে হবু প্রার্থীরা ২৪ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার থেকে এসএসসির ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন।
এসএসসির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ নভেম্বর, ১৪ নভেম্বর, ১৬ নভেম্বর দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের পর ফের শুরু হবে ১৮ নভেম্বর থেকে। ১৮ নভেম্বর থেকে টানা ২৩ নভেম্বর পর্যন্ত কাউন্সেলিং চলবে। আবার ২৫ নভেম্বর থেকে টানা ২৭ নভেম্বর পর্যন্ত কাউন্সেলিং চলবে। এসএসসি সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে টেবিলের সংখ্যা বাড়ানো হতে পারে। এই পর্যায়ে প্রতিদিন ৬০০-৭০০ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হতে পারে।কাউন্সেলিংয়ের জন্য প্রার্থীদের সকাল ৯টার মধ্যে আচার্য সদনে রিপোর্ট করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট প্রার্থীদের তালিকা এবং কাউন্সেলিংয়ের দিন ইতিমধ্যেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।উল্লেখ্য, ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ অগাস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রকাশিত তৃতীয় চূড়ান্ত মেধাতালিকার ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া চলছে। বাংলা, ইংরেজি, পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, ইতিহাস, ভূগোল এবং সংস্কৃত বিষয়ের প্রার্থীদের জন্য আলাদা দিন ধার্য করা হয়েছে।