ডানার প্রভাবে কলকাতাতে ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। দুর্যোগের আশঙ্কায় বাংলা-ওড়িশা। পূর্ব মেদিনীপুরে ১০০ থেকে ১২০, কলকাতায় ৬০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। ভয় ধরাচ্ছে বাঁধের পরিস্থিতি। ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা রয়েছে।তৎপর কলকাতা পুরসভা। কন্ট্রোল রুমে CC ক্যামেরায় চলছে নজরদারি।পুরসভা সূত্রে খবর,দুর্যোগ মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে ওয়ার্ড ও বরোভিত্তিক দল। প্রস্তুত রাখা হয়েছে NDRF টিমকে। জল জমা আটকাতে ২৮১টি নিকাশি যন্ত্র প্রস্তুত রাখা হয়েছে। বাতিল করা হয়েছে পুরকর্মীদের ছুটি।
আয়লা থেকে আমফান, ইয়াস থেকে ফণী, গত কয়েক বছরে একের পর এক ঘূর্ণিঝড়ের ধাক্কা এসে পড়েছে কলকাতায়। আর এবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া-হুগলির পাশাপাশি,’দানা’র প্রভাব পড়ছে কলকাতাতেও।যে হেল্প লাইন চালু করেছে কলকাতা পুরসভা, সেই নম্বরগুলি হল, 2286-1212, 2286-1313, 2286-1414।ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে কলকাতা বিমানবন্দর বন্ধ রাখার কথা বুধবারই ঘোষণা করেছিলেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না বলেও ঘোষণা করা হয়েছে। শুধু কলকাতা বিমানবন্দরই নয়, ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরও বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১৬ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্য দিকে, রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বাতিল করা হচ্ছে প্রায় ৫৫০টি ট্রেন।বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশার ভিতরকণিকা এবং ধামারা মাঝে আছড়ে পড়তে পারে সেটি। সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০-১১০ কিলোমিটার। সর্বাধিক হবে ১২০ কিলোমিটার।