পার্বণ বিভাগে ফিরে যান

আঁটপুর ও রাজবলহাটের দুই বোন দুই শ্বেতকালী

অক্টোবর 23, 2024 | < 1 min read

স্থানীয় মানুষদের বক্তব্য অনুযায়ী, আঁটপুরের সিদ্ধেশ্বরী শ্বেতকালী ও পার্শ্ববর্তী গ্রাম রাজবলহাটের রাজবল্লভী দুই বোন। গড় ভবানীপুরের রাজা সদানন্দ প্রতিষ্ঠা করেন রাজবলহাটের রাজবল্লভী। সেখানকার রানি তারাদেবীকে এই সিদ্ধেশ্বরী শ্বেত কালী স্বপ্নাদেশ দেন আঁটপুরে তাঁকে প্রতিষ্ঠা করতে। স্বপ্নের মাধ্যমেই তিনি জানিয়েছিলেন তাঁর রূপের কথা। পূর্ণিমার পূর্ণ চন্দ্রের মতন যেন তাঁর রূপ হয়, এ কথাই তিনি জানান রানিকে। রানি তখন মাতৃ মন্দির প্রতিষ্ঠা ছাড়াও মন্দিরসংলগ্ন ৩৬৫ বিঘা জমিও দান করেন।

আগে মায়ের মূর্তি ছিল অষ্টধাতু নির্মিত। বাংলার ১৪০০ সালে প্রাচীন মন্দিরটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হলে মাতৃভক্ত গ্রামবাসীগণ মন্দিরটি পুনঃনির্মাণ করেন। ১৪২০ সালের ৮ জ্যৈষ্ঠ মায়ের নতুন মূর্তি স্থাপন করা হয়। চতুর্ভুজা শ্বেত কালী। ডান হাতে অভয় ও বর মুদ্রা আর বাম হাতে খড়্গ ও কাটা মুন্ডু। রাজবল্লভী মায়ের মতনই আমিষ ঘ্যাঁট তরকারি মায়ের প্রধান ভোগ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ধর্মীয় রীতি মেনে শীতকালীন মরশুমের জন্য বন্ধ হলো কেদারনাথ ধাম
FacebookWhatsAppEmailShare
ভাইফোঁটায় অগ্নিমূল্য বাজারদর! আমজনতার পকেটে ছেঁকা
FacebookWhatsAppEmailShare
পশ্চিম বর্ধমানের কুলটিতে হয় শ্বেতকালীর পুজো
FacebookWhatsAppEmailShare