আবহাওয়া বিভাগে ফিরে যান

দানা র প্রভাব শুরু বঙ্গে

অক্টোবর 23, 2024 | 2 min read

কলকাতায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। ইতিমধ্যেই মেঘ জমতে শুরু করেছে। এই সাইক্লোনের জেরে আগামী ২ দিন দক্ষিণবঙ্গে লাল-কমলা সতর্কতা জারি হয়েছে। পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির। উপকূলে ঘণ্টায় ১২০ কিমি বেগে বইতে পারে ঝড়। কলকাতায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে।

তবে মেঘ ঢুকলেও আজ যদিও কলকাতা বা তার আশপাশের জেলাগুলিতে তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও-কোথাও বিক্ষিপ্তি বৃষ্টি হতে পারে। তবে উপকূল লাগোয়া জেলাগুলি যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কোথায় ল্যান্ডফল:

উড়িষ্যাতে ভিতরকণিকা ও ধর্মার মাঝে বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা দানার। গতিবেগ থাকবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘন্টায়। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর বাঁক নিয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ‘ডানা’। আগামীকাল সকালের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পারাদ্বীপ থেকে ৫২০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব দিকে এর অবস্থান। যা সাগর আইল্যান্ড থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ৬০০ কিলোমিটার দূরে এবং বাংলাদেশের খেপি পাড়া থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

এই ঘুর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলার ৭ জেলা – দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। এছাড়াও পার্শ্ববর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে প্রভাব পড়তে পারে। তাই রাজ্যের এই ৭ জেলায় স্কুল ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ২৩ থেকে ২৬ অক্টোবর।

বাতিল একাধিক ট্রেন:

শিয়ালদহ থেকে বাতিল প্রায় ১৬০টি ট্রেন। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখায় শিয়ালদহ স্টেশন থেকে ২৪ অক্টবর অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে পরের দিন ২৫ তারিখ সকাল ১০টা পর্যন্ত কোনও লোকাল ট্রেন ছাড়বে না৷

বাতিল দূরপাল্লার ট্রেন:

কামাখ্যা বেঙ্গালুরু এক্সপ্রেস ২৩ তারিখ ছাড়ার কথা ছিল। পাটনা-এনরাকুলাম এক্সপ্রেস ২৪ অক্টোবর ছাড়ার কথা ছিল। এছাড়া বাতিলের তালিকায় রয়েছে কলকাতা-পুরী (২৪ অক্টোবর) এবং পুরী কলকাতা (২৫ অক্টোবর), ডিব্রুগড়-কম্যাকুমারী (২৩ অক্টোবর), কন্যাকুমারী-ডিব্রুগড় (২৩ অক্টোবর) সেকান্দ্রাবাদ-মালদহ (২৪ অক্টোবর), মালদহ-সেকেন্দ্রাবাদ (২৯ অক্টোবর), পুরী-জয়নগর (২৪ অক্টোবর) এবং শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস (২৩ অক্টোবর), পাটনা-পুরী এক্সপ্রেস (২৪ অক্টোবর), শিলচর-সেকেন্দ্রবাদ (২৩ অক্টোবর), বেঙ্গালুরু-মজফফরপুর (২৪ অক্টোবর), মালদহ-দিঘা (২৪ অক্টোবর), দিঘা-মালদহ (২৪ অক্টোবর), আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল (২৪ ও ২৫ অক্টোবর) বাতিল থাকছে।

২৪ অক্টোবর ১৩১২৯ ​​কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস এবং ১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস বাতিল থাকবে। ভাড়া পদ্ধতি অনুযায়ী ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

শীত কবে থেকে শুরু জানাল আবহাওয়া অফিস
FacebookWhatsAppEmailShare
ভাইফোঁটাতেও বৃষ্টি! বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর
FacebookWhatsAppEmailShare
বৃষ্টি মাথায় নিয়েই দীপাবলি উদযাপন? আবহাওয়ার বড় আপডেট
FacebookWhatsAppEmailShare