আইএসএলের লাস্ট বয় ইস্টবেঙ্গল, হারের ডবল হ্যাটট্রিক
টানা ৬ ম্যাচে হেরে আইএসএলে লাস্ট বয়ের তালিকায় ইস্টবেঙ্গল। এই হারের জুজু কিছুতেই পিছু ছাড়ছে না লাল-হলুদের। হার ঠেকাতে পারলেন না ইস্টবেঙ্গলের নয়া কোচ অস্কার ব্রুজোও। মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসির কাছে ১-২ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। ফলস্বরূপ, আরও একবার একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল সমর্থকদের।
আইএসএলে টানা ৫ ম্যাচ হেরে এদিন ওডিশা এফসির বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল। এদিন প্রথম থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে শুরু করেন দিমিত্রয়সরা। প্রথম ১২ মিনিটেই জোড়া গোলের সুযোগ পেলেও গোল করতে সম্পূর্ণ ব্যর্থ হন তাঁরা। এর পর ২২ মিনিটের মাথায় লাল-হলুদ ডেরায় আক্রমণ থাবা বসায় ওডিশা। ইশাকের বাড়ানো বল থেকে ইস্টবেঙ্গলের জালে বল জড়াতে কোনও ভুল করেননি মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার রয় কৃষ্ণা। এর পর আরও এক গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ওডিশা। কিন্তু তা অফসাইড বলে বাতিল হয়ে যায়। প্রথমার্থের ইনজুরি টাইমে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। থইবা সিং বক্সের ভিতর হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ব্রুজোর দল। পেনাল্টি থেকে গোল করেন দিমিত্রিয়স।
সামনে এএফসি চ্যালেঞ্জ কাপ। ফিরে এসে আইএসএলে মহামেডানের বিরুদ্ধে ফের ‘ডার্বি’। শূন্য থেকে কি সম্ভব সুপার সিক্সে পৌঁছনো? আশাবাদী কোচ অস্কার ব্রুজো। তিনি বলছেন, “সেরা ছয়ে শেষ করতে হলে আমাদের সম্ভবত ১৮টির মধ্যে দশটি ম্যাচে জিততে হবে। মরশুম সবে শুরু হয়েছে। আমরা এখনও হিসেবের বাইরে যাইনি। আমাদের দলের উপর বিশ্বাস রাখুন। আমরা ফিরে আসবই।”