দেশ বিভাগে ফিরে যান

ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন

অক্টোবর 18, 2024 | < 1 min read

ভারতে থাকার রেসিডেন্স পারমিটের মেয়াদ ফুরিয়েছে লেখিকা তসলিমা নাসরিন। ২২ জুলাই এই মেয়াদ শেষ হয়েছে। তবে এখনও তার পুনর্নবীকরণ হয় নি। বিষয়টি নিয়ে ভীষণ উদ্বেগের মধ্যে দিন কাটছে ‘প্রতিবাদী’ এই লেখিকার। তিনি জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে ফোনে এবং মেলে যোগাযোগ করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে। কিন্তু কোনও জবাব আসেনি। তাঁর বক্তব্য, ‘আমি কুড়ি বছর এই দেশে রয়েছি, এমনটা কখনও হয়নি। প্রত্যেকবার পারমিটের মেয়াদ ফুরোনোর সঙ্গে সঙ্গেই তার পুনর্নবীকরণ করা হয়। কিন্তু এ বারে কী হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না।

’পুরো বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তসলিমা লেখেন, ‘আমি ২০ বছর ভারতে রয়েছি। এমনটা কখনও হয়নি। প্রত্যেকবার পারমিটের মেয়াদ ফুরনোর সঙ্গেই পুনর্নবীকরণ করা হয়। কিন্তু এবারে কী হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না।’তসলিমা সোশ্যাল মিডিয়ায় আরও লেখেন, ‘সরকারের কেউই আমার চেনা নয়। আমি কারও সঙ্গে যে যোগাযোগ করবো জানার জন্য যে কেন আমার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়ানো হচ্ছে না, তারও উপায় নেই। গুগল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমেইল ঠিকানা নিয়ে ইমেইল করেছি, তার কোনও উত্তর পাইনি।’

তিনি লেখেন, ‘যে দেশে জন্মেছিলাম, কিছু সত্য উচ্চারণ করেছি বলে সে দেশ নির্বাসন দিল, যে রাজ্যে ভাষার টানে আর প্রাণের টানে বাস করছিলাম, সে রাজ্যও অজ্ঞাত কারণে নির্বাসন দিল। আর যে শহরে বাস করছি এখন, অন্য কোনও দেশে বাস করার কোনও উপায় নেই বলে, সে শহরও কি অবশেষে তল্পিতল্পা গুটোতে বলবে?’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

যোগীরাজ্যে স্কুল থেকে ‘উধাও’ ২৮ লক্ষ পড়ুয়া!
FacebookWhatsAppEmailShare
জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর আবেদন, শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট
FacebookWhatsAppEmailShare
চাঞ্চল্যকর দাবি আমেরিকার, খালিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার ছক ছিল RAW অফিসার বিকাশের
FacebookWhatsAppEmailShare