দেশ বিভাগে ফিরে যান

চাঞ্চল্যকর দাবি আমেরিকার, খালিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার ছক ছিল RAW অফিসার বিকাশের

অক্টোবর 18, 2024 | 1 min read

নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতীয় নাগরিক বিকাশ যাদবের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে আমেরিকার আদালতে। আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই বৃহস্পতিবার দাবি করেছে, বিকাশ আদতে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং)-এর সদস্য।বিকাশ যাদবের নামে হুলিয়া জারি করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। একটি পোস্টারও ছাপিয়েছে তারা। বিদেশে গা-ঢাকা দিয়ে বেড়ানো নিষিদ্ধ খলিস্তানি জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিসের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের চক্রান্ত কষার অভিযোগে আমেরিকার চোখে এখন ওয়ান্টেড তালিকায় ভারতের গুপ্তচর সংস্থার কর্মী বলে অভিযুক্ত বিকাশ।

কারণ পান্নুন মার্কিন নাগরিক। ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য জানিয়ে দিয়েছে, যাদব এখন আর ভারত সরকারের কর্মী নন, তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।এফবিআই ডিরেক্টর খ্রিস্টোফার রে বলেছেন, “অভিযুক্ত ব্যক্তি একজন ভারতীয় সরকারি কর্মচারী ৷ তিনি তাঁর সঙ্গীর সঙ্গে আমেরিকায় এক মার্কিন নাগরিককে হত্যার পরিকল্পনা করেন ৷” যদিও আমেরিকার এই সমস্ত অভিযোগকে অস্বীকার করেছে ভারত ৷ এমনকী, মার্কিন গোয়েন্দা সংস্থার অভিযোগ পাওয়ার পরই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে নয়াদিল্লির তরফে ৷

স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, “দুই পক্ষই তদন্তের সমস্ত রিপোর্ট একে অপরের সঙ্গে ভাগ করে কাজ করে চলেছে ৷” সংসদে এই বিষয়ে মোদী সরকারের বিবৃতি দাবি করেছেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র এবং রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ।পান্নুনকাণ্ডের সঙ্গে তুলনা করে গুজরাত পুলিশের বিরুদ্ধে ভুয়ো সংঘর্ষে সোহারাবুদ্দিন শেখকে খুনের অভিযোগের প্রসঙ্গ তুলেছেন মহুয়া মৈত্র। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘এখন আমেরিকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে অভিযুক্ত ‘র’ আধিকারিক। আমাদের দেশে কি ‘শাহ এন্ড কোম্পানি’-র মনে হচ্ছে পৃথিবী হল গুজরাত এবং সোহরাবুদ্দিন-কৌশলই হল পথ! কী মর্মান্তিক।’’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare
যোগীরাজ্যে স্কুল থেকে ‘উধাও’ ২৮ লক্ষ পড়ুয়া!
FacebookWhatsAppEmailShare
জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর আবেদন, শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট
FacebookWhatsAppEmailShare