দেশ বিভাগে ফিরে যান

‘অবস্থা বাবা সিদ্দিকের থেকে খারাপ হবে’ এবার সলমনের থেকে ৫ কোটি চাইল ‘বিষ্ণোই

অক্টোবর 18, 2024 | 2 min read

বাবা সিদ্দিকী খুনের সাতদিনের মাথায় হুমকি ! লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে বিবাদ মেটাতে হলে অভিনেতা সলমন খানকে পাঁচ কোটি টাকা দিতে হবে ৷ এমনই হুমকি পেল মুম্বইয়ের ট্রাফিক পুলিশ ৷ জানা গিয়েছে, হোয়্যাটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয়েছে ৷ যে এই বার্তা পাঠিয়েছে, সে নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে দাবি করেছে ৷ আর এই অর্থ না-দিলে সলমনের পরিণতি বাবা সিদ্দিকীর থেকেও খারাপ হবে ৷

এই বার্তা যেন হালকাভাবে নেওয়া না-হয়, হোয়্যাটসঅ্যাপ মেসেজে তাও পরিষ্কার জানানো হয়েছে ৷ সলমন খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা মেটাতে চান, তাহলে তাঁকে ৫ কোটি টাকা দিতে হবে ৷ আর টাকা না-দিলে, বাবা সিদ্দিকীর থেকেও খারাপ কিছু রয়েছে ভাইজানের ভাগ্যে ৷ হুমকি দেওয়া হয়েছে ওই বার্তায় ৷গত ১২ অক্টোবর মুম্বইয়ের বান্দ্রায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছে এনসিপি (অজিত পাওয়ার) নেতা বাবা সিদ্দিকীর ৷ তিনি সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ৷ সেই মৃত্যুর দায় নিয়েছে বিষ্ণোই গ্যাং ৷ সেদিন রাতে সিদ্দিকী তাঁর ছেলে বিধায়ক জিশান সিদ্দিকীর কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন ৷ হঠাৎ তিনজন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে চলে যায় ৷

পুলিশ এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে ৷এই ঘটনার সাতদিনের মাথায় হুমকি পেলেন সলমন ৷ কয়েক মাস আগেই সলমনের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই কাজে লরেন্সের গ্যাংয়ের লোকরাই করেছিল। তাদের একাধিকজনকে গ্রেফতারও করে পুলিশ। সম্প্রতি আবার সলমন খানকে হত্যার ছক কষা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যে সদস্য ‘সুপারি’ দিয়েছিল, সেই শুখা ওরফে সুখবীর বলবীর সিংকে গ্রেফতার করেছে পুলিশ।

শুখা লোক ভাড়া করে তাদের হাতে পাকিস্তান থেকে চোরাপথে আনা আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছিল বলে অভিযোগ। সলমনকে হত্যার চক্রান্তের তদন্তে নভি মুম্বই পুলিশ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এই দুষ্কৃতীকে হরিয়ানার পানিপথ থেকে গ্রেফতার করা হয়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare
যোগীরাজ্যে স্কুল থেকে ‘উধাও’ ২৮ লক্ষ পড়ুয়া!
FacebookWhatsAppEmailShare
জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর আবেদন, শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট
FacebookWhatsAppEmailShare