দেশ বিভাগে ফিরে যান

পরবর্তী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

অক্টোবর 17, 2024 | < 1 min read

সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সঞ্জীব খান্না। অবসরের আগে নিজের উত্তরসূরির নাম জানালেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে সঞ্জীব খন্নার নাম প্রস্তাব করেছেন তিনি।

ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় তাঁর উত্তরসূরি হিসাবে বিচারপতি খন্নার নাম সুপারিশ করেছেন। বিচারপতি চন্দ্রচূড়ের পরে বিচারপতি খন্না সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি।

আগামী ১০ নভেম্বর প্রধান বিচারপতি হিসাবে দু’ বছরের মেয়াদ শেষে অবসর নিতে চলেছেন ডি ওয়াই চন্দ্রচূড়। ১১ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খন্নার শপথ নেওয়ার কথা। তিনি আগামী বছরের ১৩ মে পর্যন্ত প্রধান বিচারপতি থাকবেন।বিচারপতি খান্না হবেন ৫১ তম প্রধান বিচারপতি। ভারতীয় বিচারব্যবস্থায় তিস হাজারি কোর্টে আইনি কেরিয়ার শুরু করা এই আইনজীবীর বিচারপতি হিসাবে উজ্জ্বল উপস্থিতি রয়েছে। তারপরে কেটেছে দীর্ঘ কেরিয়ার। এবার প্রধান বিচারপতি হওয়ার পথে তিনি।

উল্লেখ্য, রীতি হল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসর নেওয়ার মাস খানেক আগে কেন্দ্রীয় আইন মন্ত্রক তাঁকে চিঠি পাঠিয়ে তাঁর উত্তরসূরির নাম জানতে চায়। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকার গত শুক্রবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে একটি চিঠি পাঠিয়ে তাঁকে ‘মেমোরেন্ডাম অফ প্রসিডিওর’ অনুসারে পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করতে বলেছিল। সেখানেই কেন্দ্রের কাছে বিচারপতি সঞ্জীব খন্নার নাম সুপারিশ করেন প্রধান বিচারপতি। ‘মেমোরেন্ডাম অফ প্রসিডিওর’ অনুযায়ী দেশের বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মতো সাংবিধানিক আদালতগুলিতে বিচারপতিদের নিয়োগ ও বদলি হয়ে থাকে। নিয়ম অনুযায়ী দেশের প্রধান বিচারপতি নিযুক্ত হন সুপ্রিম কোর্টের প্রবীণতম কোনও বিচারপতি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আইপিএলে চাকরি হারালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
FacebookWhatsAppEmailShare
ফোর্বসের সেরা দশে ‘বং গাই’ কিরণ
FacebookWhatsAppEmailShare
কারা ভারতীয়? নাগরিকত্ব আইনের ৬এ ধারা বহাল রাখল সুপ্রিম কোর্ট
FacebookWhatsAppEmailShare