দেশ বিভাগে ফিরে যান

তলোয়ারের জায়গায় হাতে উঠল সংবিধান,সুপ্রিম কোর্টে বদলে গেল ন্যায়মূর্তি

অক্টোবর 17, 2024 | < 1 min read

‘আইনের চোখ’ এবার খুলে গেল! আগের মতোই এক হাতে অবশ্য় থাকছে দাঁড়িপাল্লা। তবে অন্য় হাতে তরোয়াল নয়, সংবিধান। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নতুন ন্যায় মূর্তি বসল সুপ্রিম কোর্টে। পোশাকি নাম, ‘লেডি অফ জাস্টিস’। আগের মূর্তি সরিয়ে নতুন মূর্তিটি বসানো হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের লাইব্রেরিতে। যে মূর্তি ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ, আগে যে ন্য়ায়মূর্তি প্রচলিত ছিল, তার চোখে কালো কাপড় বাঁধা থাকত। আইনের চোখে সকলেই সমান, তা বোঝাতেই চোখ ঢাকা থাকত। আর হাতে তরোয়াল ছিল শাস্তির দেওয়ার ক্ষমতা প্রতীক। সেই মূর্তিই বদলে গেল।অনেকে বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে আসলে ঔপনিবেশিক রীতির গণ্ডি ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন চন্দ্রচূড়।

যে ভাবে ভারতীয় দণ্ডবিধি বদলে ন্যায় সংহিতা চালু করা হয়েছে, তেমন ভাবেই বদলে ফেলা হচ্ছে নারীমূর্তিটিকেও। প্রধান বিচারপতি এর মাধ্যমে বার্তা দিতে চান— আদৌ আইনের চোখ বাঁধা নয়। সকলকে সমান চোখে দেখে বিচার করে আদালত। তরোয়ালের পরিবর্তে সংবিধান রাখার ক্ষেত্রেও এই ধরনের যুক্তি কাজ করছে। এ ক্ষেত্রে বলা হচ্ছে, তরোয়ালটি আসলে হিংসার দ্যোতক। প্রধান বিচারপতির বার্তা— আইনের চোখে হিংসার কোনও স্থান নেই। বরং সংবিধান অনুযায়ী আদালত বিচার করে এবং রায় শোনায়। এ ক্ষেত্রে ন্যায়মূর্তির হাতে তাই তরোয়ালের পরিবর্তে সংবিধানই উপযুক্ত।

Image – NDTV

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আইপিএলে চাকরি হারালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
FacebookWhatsAppEmailShare
ফোর্বসের সেরা দশে ‘বং গাই’ কিরণ
FacebookWhatsAppEmailShare
পরবর্তী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না
FacebookWhatsAppEmailShare