কলকাতা বিভাগে ফিরে যান

দ্রোহ কার্নিভালে উদ্দাম নৃত্য, দুর্ভোগ পোহাতে হল মানুষকে

অক্টোবর 16, 2024 | < 1 min read

পুজো কার্নিভালের পাশাপাশি তিলোত্তমার বুকে হলো দ্রোহের কার্নিভাল। দ্রোহের কার্নিভালপ্রতিবাদের মিছিলের ব্যানারে লেখা ছিল —‘বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ’।ধর্মতলা অবরুদ্ধ করে ২০টি ঢাক বাজিয়ে, হাজার কালো বেলুন উড়িয়ে ‘উৎসবে’ শামিল হলেন আন্দোলনকারীরা। চলল দেদার নাচ-গান, হাততালি, কোলাকুলি। তার জেরে ভুগতে হল আম জনতাকে। যানজটে নাকাল হয়ে অফিস থেকে বাড়ি ফেরার পথে অতিরিক্ত দু’-আড়াই ঘণ্টা রাস্তাতেই কেটে গেল তাঁদের। আন্দোলনের নামে চিকিৎসক আর পতাকা ছাড়া সিপিএমের উদ্দাম নৃত্য দেখে ঘর্মাক্ত বাসযাত্রায় নাজেহাল জনতা।

রাস্তায় ভোগান্তির শেষে কেউ গন্তব্যে পৌঁছলেন কয়েক ঘণ্টা পরে, কেউ আবার বাস থেকে নেমে হেঁটেই বাড়ির পথ ধরলেন। এই সময়ে প্রায় ৩০ শতাংশ বেড়ে যায় অ্যাপ ক্যাবের ভাড়ায়। ঘণ্টা পাঁচেক পরে কার্নিভাল শেষ হলেও রাস্তায় তার রেশ থেকে গেল আরও বহু ক্ষণ।তবে রেড রোডে যখন দুর্গাপুজোর কার্নিভাল শেষ হলো তখন রানি রাসমণি অ্যাভেনিউয়ে ‘দ্রোহের কার্নিভাল’-এ বিক্ষিপ্ত ভাবে ভিড়। জটলা করে লোকজন বসে আছেন রাতেও। তবে মূল জমায়েত ফাঁকা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘মধ্যস্থতার প্রয়োজন নেই’, অপর্ণা-পরমব্রতদের ইমেলের জবাবে বার্তা জুনিয়র ডাক্তারদের
FacebookWhatsAppEmailShare
লালবাজারে কর্তাদের ডিপিতে ‘সত্যমেব জয়তে’
FacebookWhatsAppEmailShare
চতুর্থীর জনজোয়ারকে হার মানাল পঞ্চমীর রাত
FacebookWhatsAppEmailShare