বাংলা বিভাগে ফিরে যান

কার্নিভালে উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ : মমতা বন্দ্যোপাধ্যায়

অক্টোবর 16, 2024 | < 1 min read

প্রতিবারের মতো এবারও দুর্গা পুজোর কার্নিভাল উপলক্ষে সেজে উঠেছিল রেড রোড। যে গানটি দিয়ে এদিন অনুুষ্ঠানের সূচনা হয়, সেটি লিখেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানটিকে কার্নিভালের সেরা গান হিসেবে এদিনের মঞ্চে ঘোষণাও করা হয়।

২০১৬ সাল থেকে কলকাতায় দুর্গাপুজো কার্নিভালের সূচনা হয়। ইতিমধ্যে ইউনেস্কোর স্বীকৃতিও পেয়েছে কলকাতার দুর্গা পুজো। লাখো মানুষের সেই ভিড়ের ছবি তিনি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন। রাতে সোশ্যাল মাধ্যমে পোস্ট করে তিনি জানান ” আমি ধন্যবাদ জানাই সেই লক্ষাধিক দর্শকদের যারা আজ সন্ধ্যায় কলকাতায় দুর্গা পূজা কার্নিভালে যোগ দিয়েছেন।

কলকাতার রেড রোডে, প্রায় একশটি প্রতিমার পূর্ণ জাঁকজমকের সাথে মিছিল করে বিসর্জন এর দৃশ্য অতুলনীয়। এখন এই উৎসব আন্তর্জাতিক। শত শত বিদেশী পর্যটক এ বছরও কার্নিভাল পরিদর্শন করেছেন।বাংলার জনগণ, সেইসাথে সমস্ত পূজা আয়োজক, অতিথি এবং দর্শকদের ধন্যবাদ।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লক্ষ্মী দেবীর সঙ্গেই আরাধনা সরস্বতীর, কিন্তু কেন এমন রীতি?
FacebookWhatsAppEmailShare
লক্ষ্মী পুজোয় ফল, সবজির দামে মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা লাগার জোগাড়
FacebookWhatsAppEmailShare
শিয়রে ভোট, দীপাবলির আগেই বাংলায় আসছেন শাহ
FacebookWhatsAppEmailShare