অর্থনীতি বিভাগে ফিরে যান

একগুচ্ছ ওষুধের দাম বাড়ল ৫০ শতাংশ! ৫০%, ‘জনস্বার্থে সিদ্ধান্ত’ বলল কেন্দ্র

অক্টোবর 15, 2024 | < 1 min read

ফের একবার ওষুধের দাম বাড়ছে। বেশকিছু গুরুতর রোগের ওষুধেরই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। কমপক্ষে ৫০% পর্যন্ত দাম বাড়ানো হচ্ছে ওষুধের। ন্যাশনাল ড্রাগ প্রাইসিং অথরিটি ৮টি ওষুধের ১১টি ফর্মুলেশনের সর্বোচ্চ দাম ৫০% পর্যন্ত বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এসব ওষুধের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি জানিয়েছে।

অ্যাজমা, টিবি, গ্লুকোমা সহ মানসিক রোগ এবং থ্যালাসেমিয়ার ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কিছু অন্যান্য কারণ রয়েছে। যেমন কারেন্সি এক্সচেঞ্জ রেট বেড়েছে, প্রোডাকশন কস্টও বৃদ্ধি পেয়েছে। তাই ওষুধের দাম বাড়াতে তাঁরা বাধ্য হচ্ছে। উল্লেখিত ওষুধগুলি ছাড়া অ্যাট্রোপিন ইনজেকশন, বেনজাইন পেনিসিলিন ১০ লাখ আইইউ ইনজেকশন, লিথিয়াম ট্যাবলেট ৩০০ গ্রাম (মেন্টাল হেল্থ), স্ট্রেপটোমাইসিন পাউডার, স্যালবুটামল ট্যাবলেট সহ আরও একাধিক ওষুধের দামে প্রভাব পড়বে এই সিদ্ধান্তের কারণে। এর আগে ২০১৯ এবং ২০২১ সালে এইভাবেই ওষুধের মূল্যবৃদ্ধি করা হয়েছিল।গত এপ্রিল মাস থেকেই প্যারাসিটামল সহ অন্তত ৮০০ ওষুধের দাম বেড়েছিল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্ব ক্ষুধা সূচকে ১২৭ দেশের মধ্যে ভারতের স্থান ১০৫,এগিয়ে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাও
FacebookWhatsAppEmailShare
‘খাদ্যের মূল্যবৃদ্ধি রুখতে পারব না’, দাম আরও বাড়বে, স্বীকার করলো রিজার্ভ ব্যাঙ্ক
FacebookWhatsAppEmailShare
সবজি কিনে পকেট ফাঁকা, শহরে সব বাজারেই আনাজের দামে ঝাঁঝ
FacebookWhatsAppEmailShare