রাজনীতি বিভাগে ফিরে যান

কানাডার বিরুদ্ধে কড়া ব্যবস্থা ভারতের, বহিষ্কার করা হল দিল্লির কানাডা হাই কমিশনের ছ’জন কূটনীতিককে

অক্টোবর 15, 2024 | < 1 min read

কানাডা সরকারের অভিযোগের পাল্টা জবাব ভারতের। ভারতীয় হাই কমিশনারকে ফেরানোই নয়, কানাডার ছয় জন কূটনীতিককেও বহিষ্কার করল নরেন্দ্র মোদীর সরকার।তালিকায় রয়েছেন ভারতে থাকা কানাডার কার্যনির্বাহী হাইকমিশনারও। অর্থাৎ খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে কানাডার মাটিতে হত্যার অভিযোগে গড়ে ওঠা নয়াদিল্লি-অটোয়া কূটনৈতিক টানাটানি সংঘাতে পৌঁছে গেল।

কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে ওই খুনের সম্পর্কের অভিযোগ তুলেছিল কানাডা সরকার। তারই কড়া প্রতিক্রিয়া দিয়েছিল বিদেশমন্ত্রক। পরপরই প্রত্যাহার করা হয় হাইকমিশনার সঞ্জয়কুমার ভার্মাকে।কানাডা সরকার সে দেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে ওই খুনের ‘সম্পর্কের’ অভিযোগ তুলতেই সোমবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল বিদেশ মন্ত্রক। এর পর প্রত্যাহার করা হয় হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মাকে। সেই সঙ্গে নিরাপত্তার কারণে, কানাডা সরকারের নিশানায় রয়েছেন, এমন কূটনীতিকদের ফেরত আনা হচ্ছে বলেও বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিদেশ মন্ত্রকের তরফে কানাডা হাই কমিশনের ছ’জন কূটনীতিককে ১৯ ডিসেম্বর বেলা ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

শিয়রে ভোট, দীপাবলির আগেই বাংলায় আসছেন শাহ
FacebookWhatsAppEmailShare
‘কমিশন-বিজেপির সেটিং হয়েছে, বললেন ডেরেক ও ব্রায়েন
FacebookWhatsAppEmailShare
মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে কবে বিধানসভা ভোট? বাংলার কেন্দ্রেও ঘোষণা উপনির্বাচনের দিনক্ষণ!
FacebookWhatsAppEmailShare