দুর্গা পুজো বিভাগে ফিরে যান

আজ রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল

অক্টোবর 14, 2024 | 2 min read

আকাশে বাতাসে এখন বিষাদের সুর কারণ মা দুর্গা আবার কৈলাসে ফিরে গেছেন। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে শ্রেষ্ঠ উৎসবের রেশ যেন কাটছেই না। তবে এই বিষাদের মাঝেও খুশি মেলে একমাত্র এই তিলোত্তমা কলকাতায়।

পুজো শেষ হলেও রেড রোডের কার্নিভাল এখনও বাকি। আজ (১৫ অক্টবর) সেই অনুষ্ঠান। এই উপলক্ষে উঠেছে শহর কলকাতা। এইবছর এখনও পর্যন্ত কার্নিভালে ৯০টি পুজো অংশগ্রহণ করবে বলেই নবান্ন সূত্রে খবর। উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বহু বিশিষ্ট অতিথি। থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও।

একনজরে রেড রোডের কার্নিভাল:

বিকেল সাড়ে চারটেয় শুরু অনুষ্ঠান
মূল মঞ্চ হচ্ছে জমিদার বাড়ির আদলে
উদ্বোধনে ডোনা গঙ্গোপাধ্যায়ের বিশেষ নৃত্যানুষ্ঠান
হাজির থাকবে বিশ্ববাংলা শারদ সম্মান পাওয়া সব পুজো
প্রতি পুজো কমিটির জন্য বরাদ্দ ১০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান

দুপুর থেকে যান নিয়ন্ত্রণ শহরে: সম্পূর্ণ বন্ধ থাকবে খিদিরপুর রোড, কিংস ওয়ে, কুইনস ওয়ে, হসপিটাল রোড, রেড রোড, আকাশবাণীর সামনের রাস্তা।

দেখে নিন কোন রাস্তায় কোন বাস চলবে, রইল তালিকা:

একাধিক রুটে বাস বাড়ানো হচ্ছে: হাওড়া স্টেশন, ডানলপ, বেহালা, এয়ারপোর্ট, ঠাকুরপুকুর, শিয়ালদহ।

২ টো এস-৫ বাস চলবে এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে।
২টো এস-১২ বাস চলবে এসপ্ল্যানেড-নিউ টাউনের মধ্যে।
২ টো এস-৯এ বাস চলবে এসপ্ল্যানেড-ডানলপের মধ্যে।
হাওড়া-গড়িয়ার মধ্যে চলাচল করবে দুটো এস-৭ বাস।
একটি এসি-৬ বাস চলবে হাওড়া থেকে ইডেন গার্ডেন্স হয়ে গড়িয়া পর্যন্ত।
দু’টি এস-২৪ বাস চলবে এসপ্ল্যানেড-পাটুলির মধ্যে।
২টো ই-১ বাস চলবে এসপ্ল্যানেড-যাদবপুরের মধ্যে।
এস-১০ নম্বরের ২টো বাস চলবে এয়ারপোর্ট থেকে নবান্ন পর্যন্ত।
১টা এস-১২ডি বাস চালানো হবে এসপ্ল্যানেড থেকে ঠাকুরপুকুরের মধ্যে।
আমতলা থেকে এসপ্ল্যানেডের মধ্যে ২টো এসি-৫২ বাস চালু থাকবে।
এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে ২টো এসি-৫ বাস চালানো হবে।
এসপ্ল্যানেড থেকে বেহালা পর্ণশ্রী পর্যন্ত ১টা ই-৪ বাস চালানো হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথম কলকাতায় দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করা হয়। শহরের সেরা পুজোগুলি এই কার্নিভালে অংশ নেয়। ২ বছর আগে ইউনেস্কোর তরফে কলকাতার দুর্গাপুজো গ্লোবাল কালচারাল হেরিটেজের স্বীকৃতিও পেয়েছে। দিনদিন এই কার্নিভাল নিয়ে উত্‍সাহ বাড়ছে। শুধু কলকাতা নয়, প্রতিটি জেলায় জেলা সদরগুলিতেও আয়োজন হবে কার্নিভাল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

চতুর্থীর জনজোয়ারকে হার মানাল পঞ্চমীর রাত
FacebookWhatsAppEmailShare
পুজোর সময় মিছিল নিয়ে বিরক্ত শহরবাসী
FacebookWhatsAppEmailShare
দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare