দেশ বিভাগে ফিরে যান

বিলকিসের ধর্ষকদের মতো, জামিনে মুক্ত গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্তদের বরণ হিন্দুত্ববাদীদের

অক্টোবর 14, 2024 | < 1 min read

সাংবাদিক গৌরী লঙ্কেশকে গুলি করে খুন করার মামলায় আট জনকে জামিনে মুক্তি দিয়েছে বেঙ্গালুরু দায়রা আদালত। তাদের মধ্যেই দু’জনকে উত্তরীয়, ফুলের মালা দিয়ে বরণ করল স্থানীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী। গত ছয় বছর ধরে জেল খেটেছে পরশুরাম ওয়াঘমারে এবং মনোহর যাদভে। ৯ অক্টোবর, বুধবার তাদের জামিন দেয় বেঙ্গালুরুর আদালত। ১১ তারিখ পরাপ্পানের অগ্রহার জেল থেকে ছাড়া পায় তারা। আর সেখানের স্থানীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা ফুলের মালা আর উত্তরীয় দিয়ে দু’জনকে বরণ করে নিলেন।স্লোগান দিয়ে পরশুরাম ও মনোহরকে অভ্যর্থনা জানান তাঁরা ৷ এরপর তাঁদের স্থানীয় ছত্রপতি শিবাজীর মূর্তির কাছে নিয়ে যাওয়া ৷ সেখান থেকে কালিকা মন্দিরে যান তাঁরা ৷

হিন্দুত্ববাদী নেতাদের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল এই দুই জনকে ৷ উল্লেখ্য, গত ৯ অক্টোবর পরশুরাম ও মনোহরের পাশাপাশি বাকি ৬ অভিযুক্তকে জামিন দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত ৷ তাঁরা হলেন, আমোল কালে, রাজেশ ডি বাঙ্গেরা, বাসুদেব সূর্ষবংশী, ঋষিকেশ দেবাদেকর, গণেশ মিস্কিন এবং অমিত রামচন্দ্র বদ্দি ৷ এর আগে জুলাই মাসে সাংবাদিক খুনের মামলায় আরও ৩ জনকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় ৷ তার আগে গত ডিসেম্বরে ছাড়া পান আরও এক অভিযুক্ত ৷ প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর নিজের বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় সাংবাদিক তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশকে ৷ তাঁর মৃত্যুতে তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ ৷ ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ৷ ২০২৩ সালের ডিসেম্বরে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মামলার দ্রুত শুনানির জন্য বিশেষ আদালত গঠনের নির্দেশ দেন ৷

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

এবার বিনামূল্যে পাওয়া যাবে পুরীর মন্দিরে জগন্নাথদেবের মহাপ্রসাদ
FacebookWhatsAppEmailShare
আরজি কর মামলার শুনানির মধ্যেই নভেম্বরে অবসর প্রধান বিচারপতির, কী কী মামলা রয়েছে তাঁর অধীনে
FacebookWhatsAppEmailShare
বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare