কলকাতা বিভাগে ফিরে যান

চতুর্থীর জনজোয়ারকে হার মানাল পঞ্চমীর রাত

অক্টোবর 9, 2024 | < 1 min read

শারদ উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা। চতুর্থীর জনজোয়ারকে হার মানাল পঞ্চমীর রাত। শহর থেকে জেলা, অলি-গলি থেকে রাজপথ, সর্বত্রই ঠাকুর দেখতে কাতারে কাতারে মানুষ। কোথাও চোখ ধাঁধানো থিম, কোথাও আবার মন মুগ্ধ করা প্রতিমা। ফুল অন পুজো মুডে তিলোত্তমা থেকে গোটা বাংলা।ম্যাডক্স স্কোয়ার থেকে সল্টলেক ইসি ব্লক, উল্টোডাঙা থেকে কল্যাণীর এ২, হালিশহর থেকে হাতিবাগন সর্বজনীন, সব জায়গার ছবিই যেন গাঁথা হয়ে গিয়েছে এক সুতোয়। দিকে দিকে পৌঁছে গিয়েছেন টিভি-৯ বাংলার প্রতিনিধিরা। পঞ্চমীর সন্ধ্য়ায় জনজোয়ার ম্যাডক্স স্কোয়ারে। ভিড় যেন ছাপিয়ে যাচ্ছে অন্যান্য বারের অষ্টমী, নবমীর সন্ধ্য়াকেও। জমে উঠেছে পুজোর আড্ডাও। অন্যদিকে সল্টেলেকের ইসি ব্লকেও জনজোয়ার। সেখানেও চলছে আড্ডা।

পুজো উদ্য়োক্তাদের মধ্যেও তুমুল উচ্ছ্বাস।দক্ষিণে যেমন ভিড় বাসের কবলে নাজেহাল হচ্ছেন মানুষ, উত্তরে আবার মেট্রোই ভরসা। অঢেল মানুষ শোভাবাজার মেট্রোতে নামছেন। তারপর হেঁটে একের পর এক পুজো দেখছেন। কেউ আবার ভরসা রাখছেন লোকাল ট্রেনে। উল্টোডাঙ্গা স্টেশনে নেমে উল্টোডাঙা সংগ্রামের পুজো দেখে ফের হাঁটা। এবার টার্গেট তেলেঙ্গাবাগান, করবাগান, কবিরাজ বাগান। এরপর বাসে চেপে খান্না। তারপর ফের হাঁটা। হাতিবাগান নবীন পল্লিতে ভিড়ের ঠেলায় মাছি গলতে পারছে না। এছাড়াও শিকদার বাগান, নলিন সরকার স্ট্রিট, টালা প্রত্যয়, টালা বারোয়ারি, কবিরাজ বাগান, তেলেঙ্গাবাগান, হাতিবাগান সর্বজনীনের পুজোর খোঁজ চলছে ম্যাপে। শুধু কলকাতা নয়, ভিড় বেড়েছে জেলার পুজো মণ্ডপগুলিতেও। রাত বাড়তেই ভিড় বেড়েছে হালিশহরের সরস্বতী ক্লাবের পুজো মণ্ডপে। এখানেও প্রতিমার সাজ সাবেকি। অন্যদিকে আনন্দে মেতে নদিয়াও। কল্যাণী এ২-র পুজো দেখতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের মানুষেরা। একই ছবি হুগলি থেকে হাওড়া সর্বত্রই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লালবাজারে কর্তাদের ডিপিতে ‘সত্যমেব জয়তে’
FacebookWhatsAppEmailShare
পুজোর সময় মিছিল নিয়ে বিরক্ত শহরবাসী
FacebookWhatsAppEmailShare
নবমীতে কোন কোন পুজো দেখবেন?
FacebookWhatsAppEmailShare