কলকাতা বিভাগে ফিরে যান

পুজোর সময় মিছিল নিয়ে বিরক্ত শহরবাসী

অক্টোবর 9, 2024 | < 1 min read

জুনিয়র ডাক্তারদের মহামিছিলের আবেদন খারিজ করেছিল কলকাতা পুলিশ। ট্রাফিক ব্যবস্থার কথা মাথায় রেখে এই কর্মসূচির জন্য সম্মতি দেওয়া হয়নি। যানজটের জেরে অবরুদ্ধ হতে পারে রাস্তা। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করেই ডাক্তারদের মহামিছিলের আবেদন খারিজ করে পুলিশ। পুজোর সময় উত্তর ও দক্ষিণ কলকাতা সংযোগকারী মূল রাস্তা সেন্ট্রাল অ্যাভিনিউ। সেই রাস্তা আটকেই মণ্ডপমুখী লক্ষ লক্ষ মানুষের সঙ্গে ‘অবিচার’ করে অভয়ার ‘বিচারের’ দাবি জানালেন জুনিয়র চিকিৎসকরা।

সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন মঞ্চ পর্যন্ত মিছিল করেন তাঁরা। তার জেরে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হল আম জনতাকে। বউবাজার ক্রসিংয়ে পৌঁছনোর পরই রাস্তা কার্যত আটকে চলল দেদার নাচ।বিকেল পাঁচটা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মিছিলটি বের হয় ধর্মতলার উদ্দেশে। এম জি রোড, কলুটোলা স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউতে অন্তত ঘণ্টাখানেক অপেক্ষা করতে গিয়ে পুজোর প্ল্যানে কাটছাঁট করতে বাধ্য হয়েছেন অনেকেই। এককথায় পুজোর সময় মিছিল নিয়ে বিরক্ত শহরবাসী।

Image- Telegraph

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লালবাজারে কর্তাদের ডিপিতে ‘সত্যমেব জয়তে’
FacebookWhatsAppEmailShare
চতুর্থীর জনজোয়ারকে হার মানাল পঞ্চমীর রাত
FacebookWhatsAppEmailShare
নবমীতে কোন কোন পুজো দেখবেন?
FacebookWhatsAppEmailShare