বাংলা বিভাগে ফিরে যান

ধেনুয়া গ্রামে এক দিনেই শেষ দুর্গাপুজো! বোধনের দিনেই বিসর্জন

অক্টোবর 7, 2024 | < 1 min read

দুর্গাপুজো ৪ দিনের উৎসব হলেও পশ্চিম বর্ধমানের হিরাপুর থানার অন্তর্গত ধেনুয়া গ্রামের ঠাকুর পরিবারে গত ৫০ বছর ধরে যে দুর্গাপুজো হয়ে আসছে তা মাত্র একদিনের। সেই ১৯৭৩ সালে পুজোর প্রচলন হয়েছিল, তখন থেকে আজ পর্যন্ত প্রতিবছর মহালয়ার দিনেই দেবীকে নানা উপাচারে তুষ্ট করে তারপর বিদায় দেওয়া হয়। কালীকৃষ্ণ সরস্বতী ঠাকুরের হাত ধরে প্রথম সূচনা হয়েছিল এই পুজোর।মহালয়ার ভোরবেলায় প্রথমে নবপত্রিকাকে স্নান করিয়ে নিয়ে আসা হয় মন্দির চত্বরেই পুস্করিণীতে।

তারপর মন্দিরে দেবী প্রতিমার সামনে নবপত্রিকাকে বসিয়ে শুরু হয় ষষ্ঠী কীর্তি থেকে শুরু করে সপ্তমী, অষ্টমী, সন্ধিক্ষণ, নবমী এবং দশমীর পুজো। পুজোর শেষে নবপত্রিকাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। বিসর্জন দেওয়া হয় ঘটও। শুধু স্থানীয়দের অনুরোধে প্রতিমা থেকে যায়। প্রতিমাকে নিরঞ্জন করা হয় দশমীর দিন। যদিও আর পুজো আর্চা হয় না।একদিনের এই দুর্গাপুজোর কিছু বিশেষত্ব রয়েছে। যেমন, মা এখানে সিংহবাহিনী, মহিষমর্দিনী নন। এখানে তিনি বাঙালির আদরের মেয়ে উমা, যে বছরে মাত্র ১ বার ১ দিনের জন্য পিত্রালয়ে আসে। তবে ছেলে-মেয়েকে সঙ্গে আনেন না দশভুজা। বদলে, তাঁর সঙ্গে মর্ত্যে আসেন দুই সখী জয়া ও বিজয়া।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রানাঘাটের এই পুজোতে নবমীতে হয় কাদা খেলা
FacebookWhatsAppEmailShare
নবমীতে অসুরদের উদ্দেশে ‘মাসভক্তবলি’ পুজো অর্পণ করা হয় সাবর্ণ রায়চৌধুরীদের পুজোয়
FacebookWhatsAppEmailShare
ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরে অষ্টমীর ভোগ নিজেই রাঁধেন দুর্গা!
FacebookWhatsAppEmailShare