বাংলা বিভাগে ফিরে যান

রানাঘাটের এই পুজোতে নবমীতে হয় কাদা খেলা

অক্টোবর 7, 2024 | < 1 min read

বিশেষ রীতির জন্যই রানাঘাটের পালবাড়ির এই পুজো থাকে সকলের আকর্ষণের কেন্দ্রে। প্রতিবছর ভিড় জমান বহু মানুষ।নদিয়ার (Nadia) রানাঘাটের পালবাড়ি। ২৬৬ বছর আগে পাল বাড়িতে শুরু হয়েছিল দুর্গাপুজো। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে শুধুমাত্র বদল হয়নি পুজোর নিয়মে। পরিবারের এক সদস্যা জানিয়েছেন, ২৬৬ বছর আগে সাগরেশ্বর পালের হাতে শুরু হয়েছিল এই পুজো।

এখন এই পুজোর দায়িত্বে বর্তমান বংশধররা। প্রাচীন রীতি মেনেই প্রতিবছর পূজিতা হন দেবীদুর্গা।ই বাড়ির পুজোয় ভোগে দেওয়া হয় লুচি ও কাঁচা সবজি। অষ্টমীর দিন পোড়ানো হয় ধুনো। নবমীতে হয় কাদা খেলা। প্রতিবছর এই বাড়ির পুজোয় এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকেন পরিবারের সদস্যরা। শোনা যায়, দশমীর দিন কেউ না কেউ আসেন প্রসাদ চাইতে, কিন্তু দিতে গেলে তাঁকে আর দেখা যায় না!

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ধেনুয়া গ্রামে এক দিনেই শেষ দুর্গাপুজো! বোধনের দিনেই বিসর্জন
FacebookWhatsAppEmailShare
নবমীতে অসুরদের উদ্দেশে ‘মাসভক্তবলি’ পুজো অর্পণ করা হয় সাবর্ণ রায়চৌধুরীদের পুজোয়
FacebookWhatsAppEmailShare
ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরে অষ্টমীর ভোগ নিজেই রাঁধেন দুর্গা!
FacebookWhatsAppEmailShare