বাংলা বিভাগে ফিরে যান

মহিষের রক্ত দিয়ে লেখা পুঁথি পাঠ হয় এ বাড়ির পুজোয়

অক্টোবর 6, 2024 | < 1 min read

মহিষের রক্ত দিয়ে তালপাতার পুঁথিতে ‘মা চণ্ডী’ লেখা হয়েছিল। সেই পুঁথিই শতাধিক বছর ধরে আনাড়ার চক্রবর্তী পরিবার পুজো করে আসছে। পুজোয় প্রতিমা থাকে না। পাশাপাশি কাশীপুরের দেবী বাড়ির নির্ঘন্ট অনুসারে জিতাষ্টমীর পরের দিন থেকে দেবীর বোধন হয়। এক সময় পুজোয় ছাগবলির প্রথা ছিল। তবে গত বছর থেকে বলিপ্রথা তুলে দেওয়া হয়েছে। বাড়ির পুজোয় পরিবারের সকলে আনন্দে শামিল হন।


চক্রবর্তী পরিবারের সদস্যরা বলেন, প্রায় ১০০ বছর আগে কনৌজ থেকে পরিবারের সদস্য বনমালী পণ্ডিত পুঁথিটি নিয়ে এসে পুজো শুরু করেন। সেই থেকে আনাড়ার চক্রবর্তী পরিবার পুঁথিকে দেবী হিসেবে পুজো করে আসছে।রীতি অনুসারে পরিবারের কোনও মহিলা মায়ের ভোগ রান্না করতে পারেন না।

ব্রাহ্মণ রাঁধুনি এসে ভোগ রান্না করে মাকে পরিবেশন করেন। পরে পরিবারের মহিলারা সেই ভোগ সবাইকে বিলি করেন। পুজোর চারদিন প্রদীপ জ্বালানোর পাশাপাশি রাত জাগতে হয়। মাকে (তালপাতার পুঁথি) কিছুক্ষণ রৌদ্রে রাখার পর আবার সযত্নে মন্দিরে রেখে দেওয়া হয়। এখানে মন্দিরে মা চণ্ডী সারা বছর বিরাজ করেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

জুনিয়র ডাক্তারদের অনশনে নেই আর জি করের কেউ
FacebookWhatsAppEmailShare
প্রায় ৪২ হাজার পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare