বাংলা বিভাগে ফিরে যান

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি

অক্টোবর 5, 2024 | < 1 min read

আরজি করের ঘটনার পর অনেকেই দাবি তুলেছিল, এবার পুজোয় সরকারি অনুদান বয়কট করা হোক। কেউ কেউ মনে করেন, সেই দাবি তোলার নেপথ্যে বামপন্থী কিছু সংগঠন ও বিজেপির প্রভাব ছিল। তা ছাড়া শুরুতে একটা-দুটো পুজো কমিটি আনুষ্ঠানিক ভাবে বয়কটের কথা ঘোষণা করার পর সংবাদমাধ্যমেও তা বহুল প্রচার পেয়েছিল।এই বয়কটের ডাক শেষমেশ কোনও প্রভাব ফেলতে পারল না। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশ এলাকায় ৪১,৮৮৯টি পুজো কমিটি সরকারি অনুদানের জন্য আবেদন করেছিল। তার মধ্যে ৪০,৬৫৫টি পুজো কমিটি চেক পেয়ে গিয়েছে। বাকিরাও আজকালের মধ্যে চেক পেয়ে যাবে।

এখানে তিনটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ। এক, গত বার বা তার আগেও যারা অনুদান নিয়েছে এমন মাত্র ৫৯টি পুজো কমিটি এবার সরকারি চাঁদা নেয়নি, তথা ফিরিয়ে দিয়েছে। যা কার্যত কোনও শতাংশের হিসাবেও আসছে না। দুই, গত বারের থেকেও বেশি সংখ্যায় পুজো কমিটি এবার অনুদানের জন্য আবেদন করেছিল। এবং তিন, বহু পুলিশ জেলায় একটিও পুজো কমিটি সরকারি অনুদানে ‘না’ বলেনি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানি নয়, অবকাশকালীন বেঞ্চে যেতে বলল কোর্ট
FacebookWhatsAppEmailShare