অর্থনীতি বিভাগে ফিরে যান

সবজি কিনে পকেট ফাঁকা, শহরে সব বাজারেই আনাজের দামে ঝাঁঝ

অক্টোবর 5, 2024 | < 1 min read

পুজোর আগে বন্যায় ভেসে গিয়েছিল দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ। ভেসে গিয়েছে জমির পর জমি। তারই প্রভাব পড়ল বাজারমূল্যে। দুর্গা পূজার মুখেই বাজারে গিয়ে দাম শুনে চমকে যাচ্ছেন মধ্যবিত্ত। সাধারণ সবজির যা দাম, সেটাও কিনতে গিয়ে দুবার ভাবতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বাড়িতে যতটুকু প্রয়োজন, তার থেকে কম কিনে সামাল দিতে হচ্ছে। দুর্গা পূজার আগে এমনিতেই বাঙালির খরচ অনেক। তার ওপর শাক-সবজির দাম বাড়তে থাকায় বেড়েছে চিন্তা।

রাজ্যে সুফল বাংলার স্টলে কোন সবজির দাম কত হবে এদিন তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। নবান্নে টাস্ক ফোর্স ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ কুমার পন্থ। সেখানেই দাম বেঁধে দেওয়া হয়। পুজোর মুখে এমনিতেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবজির দাম সেকারণে কিছুটা বাড়লেও মুখ্যসচিব জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। সুফল বাংলার স্টলে পর্যাপ্ত পরিমাণে সবজি মিলবে খুবই কম দামে।শুক্রবার টাক্স ফোর্স ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকে জেলাগুলিতে শাক-সবজির দাম নিয়ে রিপোর্ট নেন মুখ্যসচিব। বৈঠকে অংশ নেয় ব্যবসায়ী সংগঠনগুলিও।চলতি বছরের জুলাই মাসে নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। তখনই নির্দেশ দিয়েছিলেন, ‘‌১০ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে’‌। এবার সেটাতে আরও জোর দেওয়া হচ্ছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সেবি প্রধানের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের মহুয়ার
FacebookWhatsAppEmailShare
সেবির চেয়ারপার্সনের নীরবতায় প্রশ্ন হিন্ডেনবার্গের
FacebookWhatsAppEmailShare
মোদি সরকারের আদানি প্রেম, ৪৫ হাজার কোটি টাকা মকুব!
FacebookWhatsAppEmailShare