কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতায় এই দশ পুজো না দেখলেই নয়

অক্টোবর 5, 2024 | 2 min read

কাউন্টডাউন শেষ করে চলে এলো দুর্গাপুজো। বলা হয়, মা দুর্গা বলেছিলেন যে যেখানে তাঁর আরাধনা হবে, তার চারপাশে দশ ক্রোশ এলাকা পর্যন্ত উৎসবের আমেজ ছড়িয়ে যাবে। মহলায়ার আগেরদিন থেকেই প্যান্ডেলে দেখা যাচ্ছে মানুষের ঢল। কিন্তু, কলকাতার শহরের এই দশটি পুজো না দেখলেই নয়।

১. বাগবাজার সার্বজনীন

এক সময় নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিলেন এই পুজোর সভাপতি। সাবেকি, ডাকের সাজের প্রতিমার রেওয়াজ এখানে। কলকাতার আদিতম সার্বজনীন দুর্গোৎসবগুলির মধ্যে অন্যতম বাগবাজার। শোভাবাজার মেট্রো স্টেশন, ২৪০ নম্বর বাসের শেষ স্ট্যান্ড অথবা চক্র রেলে করে বাগবাজার স্টেশন নামলে সহজেই পৌঁছে যাবেন বাগবাজারের মণ্ডপে।

২. কলেজ স্কোয়ার

কলকাতার অন্যতম বড় পুজো, ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিটের ওপর। জলের ওপর করা হয় লাইটিং এবং সনাতন রুদ্র পালের প্রতিমার জৌলুশ বাড়ায় বিশাল ঝাড়লণ্ঠন। সেন্ট্রাল মেট্রো বা মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন, ২৪০/৪৭বি বাসে করে সহজেই পৌঁছে যাবেন এখানে।

৩. একডালিয়া এভারগ্রীন

দক্ষিণের অন্যতম বড় পুজো। প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই খ্যাত একডালিয়া। এখানেও এক কম্বিনেশন – সনাতন রুদ্র পালের প্রতিমা, আর বিশাল ঝাড়লণ্ঠন। গড়িয়াহাট মোড়ের অদুরেই এই বিখ্যাত পুজো।

৪. চেতলা অগ্রণী

মন্ত্রী তথা কলকাতার মহানাগরীক ফিরহাদ হাকিমের পুজো। এই বছর গঙ্গা দূষণের থিম প্যান্ডেলসজ্জা হয়েছে। দক্ষিণের নামকরা পুজো।

৫. সুরুচি সংঘ

আরেক মন্ত্রী অরুপ বিশ্বাসের পুজো বলে খ্যাত, প্রত্যেক বছর প্রচুর প্রাইজ জেতে এই কমিটি। টালিগঞ্জ ফাঁড়ির মোড় থেকে অটো বা বেহালার দিক থেকে একাধিক বাসে পৌঁছনো যায় নিউ আলিপুরের এই মণ্ডপে।

৬. সন্তোষ মিত্র স্কোয়ার (লেবুতলা পার্ক)

মধ্য কলকাতার ভয়ঙ্কর ক্রাউডপুলার। পৌরোপ্রতিনিধি তথা বিজেপি নেতা সজল ঘোষের পুজো। এই বছরের থিম – লাস ভেগাসের “দ্যা স্ফিয়ার”। অমিত শাহ আসবেন এই পুজো উদ্বোধন করতে।

৭. টালা প্রত্যয়

গত ২ বছর ধরে অসাধারণ এস্থেটিক থিম, শিল্পী সুশান্ত শিবানী পালের হাত ধরে। দমদমের এই পুজো এবারেও হেডলাইনে থাকবে।

৮. শ্রীভূমি স্পোর্টিং

আলাদা করে বলার কিছু নেই। ভিড়ের জন্য বিখ্যাত মন্ত্রী সুজিত বসুর পুজো। এবারের থিম তিরুপতি বালাজির মন্দির।

৯. বাদামতলা আষাঢ় সংঘ

কালীঘাট অঞ্চলে অবস্থিত বিখ্যাত পুজো। ২০২২এ বাদামতলা, ৬৬ পল্লী ও নেপাল ভট্টাচার্য্য স্ট্রিট “অপু ট্রিলজি” করে ফাটিয়ে দিয়েছিল। রাসবিহারীর মোড় থেকে হাঁটা পথ।

১০. আহিরীটোলা সার্বজনীন

থিমের জাদুতে মজিয়ে রাখে আহিরীটোলা। উত্তর কলকাতার নাম করা পুজো। কুমোরটুলির কাছেই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আগামী বছর কলকাতা বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানি নয়, অবকাশকালীন বেঞ্চে যেতে বলল কোর্ট
FacebookWhatsAppEmailShare
শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি রাজ্য বিজেপির
FacebookWhatsAppEmailShare