বাংলা বিভাগে ফিরে যান

নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের

অক্টোবর 4, 2024 | < 1 min read

যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি থেকে সাংসদ মহুয়া মৈত্রকে স্থানান্তরিত করে অন্য কোনও কমিটিতে রাখার আর্জি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। তাঁকে বিদেশ মন্ত্রক বিষয়ক কমিটিতে রাখার অনুরোধও করেছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক সূত্রের খবর, মহুয়া নিজেই বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটির সদস্যপদ চাইছেন তথ্য ও যোগাযোগ মন্ত্রকের পরিবর্তে। ওই কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবের সঙ্গে মহুয়ার তীব্র বিবাদ প্রকাশ্যে চলে এসেছিল গত বছর। ২০২৩ সালে মহুয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ এনেছিলেন নিশিকান্ত। তার জেরে দ্বিতীয় মোদী সরকারের সময়কালে, গত বছরের ৮ ডিসেম্বর সাংসদ পদ খোয়াতে হয় মহুয়াকে।

মহুয়ার মতোই নিশিকান্তের নেতৃত্বাধীন স্থায়ী কমিটির পদ ছাড়তে চেয়ে সংসদীয় সচিবালয়ে চিঠি লিখেছিলেন জয়া বচ্চন৷ তাঁর দাবি মেনে তাঁকে শ্রম মন্ত্রকের অধীনস্থ কমিটিতে স্থানান্তর করা হয়েছে৷ তাঁর জায়গায় যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সংসদীয় প্যানেলে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ সাকেত গোখলে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানি নয়, অবকাশকালীন বেঞ্চে যেতে বলল কোর্ট
FacebookWhatsAppEmailShare
পুজোতেও কি চলবে বৃষ্টি! উত্তর থেকে দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?
FacebookWhatsAppEmailShare