দেশ বিভাগে ফিরে যান

‘রাজনীতি থেকে দেবতাদের দূরে রাখুন,’তিরুপতির লাড্ডু নিয়ে নাইডুকে তিরস্কার সুপ্রিম কোর্টের

অক্টোবর 1, 2024 | < 1 min read

ধর্ম এবং রাজনীতি মধ্যে বিভাজন থাকা প্রয়োজন! তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শুধু তা-ই নয়, লাড্ডু নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর সংবাদমাধ্যমে মন্তব্য করা নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত। দিন কয়েক আগেই পূর্ববর্তী ওয়াইএসআর কংগ্রেসকে নিশানা করে চন্দ্রবাবু বলেন, আগের সরকারের আমলে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরি হত অত্যন্ত নিম্মামনের উপকরণ দিয়ে। শুধু তাই নয়, লাড্ডুতে মেশানো হতে পশুর চর্বি! বস্তুত, সেই লাড্ডুর ল্যাব রিপোর্টে স্ক্রিনশট দাবি করে একটি ছবিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। রিপোর্টে উল্লেখ, স্রেফ গরুর চর্বি, মাছের তেল, তিরুপতি লাড্ডুতে পাওয়া গিয়েছে পাম তেলও।

এদিকে লাড্ডু বিতর্কে যখন মামলা উঠল সুপ্রিম কোর্টে, তখন প্রশ্নের মুখে পড়লেন চন্দ্রবাবু। আজ, সোমবার মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে। শীর্ষ আদালতের প্রশ্ন, ‘আপনি (অন্ধ্রপ্রদেশ সরকার) যখন বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন, তখন সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কী প্রয়োজন ছিল? ভেজাল সম্পর্কে আপনি নিশ্চিত না হয়ে আপনি কী ভাবে জনসমক্ষে মন্তব্য করলেন’?সুপ্রিম কোর্টে মন্তব্য়, ‘আপনি (চন্দ্রবাবু নায়ডু) যখন একটি সাংবিধানিক পদে আছেন, তখন আমরা আশা করব ভগবানকে রাজনীতির থেকে দূরে রাখবেন’। এমনকী, লাড্ডুতে পশুর চর্বি ব্যবহারের বিষয়টি ‘মিথ্যা’ প্রমাণিত হওয়ার সম্ভাবনাও কথা বলেছে শীর্ষ আদালত।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মণিপুরে বিতর্কিত আফস্পার মেয়াদ বাড়াল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
যোগীরাজ্যে পাঁচ বছর বয়সি নাবালককে গণধর্ষণ, ভিডিও রেকর্ড করে ছড়িয়েও দিল সমাজমাধ্যমে
FacebookWhatsAppEmailShare