বাংলা বিভাগে ফিরে যান

৫০ লক্ষ টাকা উড়েছে জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে!

সেপ্টেম্বর 28, 2024 | < 1 min read

রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকে অচল করে, ৩০জনের বেশি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ১১ দিন ধরে বিধাননগরের স্বাস্থ্যভবনের সামনে ধর্ণা দিয়েছিলেন বামপন্থী, অতিবাম জুনিয়ার চিকিৎসকরা। তিলোত্তমার বিচারের দাবিকে গৌণ করে বিরিয়ানি, কন্টিনেন্টাল খাবারের ফোয়ারা উঠেছিল আন্দোলনে। এবার সেই তথাকথিত আন্দোলনের খরচের বহরের রিপোর্ট আসতেই চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের। জানা যাচ্ছে, ১১ দিনের অবস্থানে খরচ হয়েছে ৫০ লক্ষ টাকা!

এই রিপোর্ট পাওয়া গেছে পুলিশ কতৃপক্ষ এবং ডেকোরেটরদের মারফত, যেখানে দেখা যাচ্ছে যে মঞ্চ তৈরী করতে খরচ হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। দুটি বড় জেনারেটরের ১১ দিনের ভাড়া পড়েছে ১.৫ লক্ষ টাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে জেনারেটর চালানোর জ্বালানির খরচ। এর সঙ্গে ছিল আরও চারটি মাঝারি জেনারেটর। ২০টির মতো বায়ো-টয়লেট ছিল, যেগুলির জন্য ৬.৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। ৫০টি বড় ফ্যানের ভাড়া ১ লক্ষ টাকার বেশি লেগেছে। ডেকরেটার্স-সহ অন্যান্য ক্ষেত্র মিলিয়ে ১৫ লাখ টাকার মতো খরচ হয়েছে।

এই হিসেবেই চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের। ১১ দিন পরে জুনিয়র ডাক্তাররা অবস্থান তুলে নেন। আংশিকভাবে যোগ দিয়েছেন কাজে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মহালয়া থেকে দশমী, বৃষ্টিতে ভাসবে বাংলা
FacebookWhatsAppEmailShare
‘‌দ্রুতই চালু হবে রাত্তিরের সাথী অ্যাপ’‌, নবান্নে বৈঠকের পর বড় ঘোষণা করলেন মমতা
FacebookWhatsAppEmailShare
পুজোয় নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে বিদ্যুৎ কর্মীদের ছুটি বাতিল
FacebookWhatsAppEmailShare