রাজনীতি বিভাগে ফিরে যান

বিপাকে দিলীপ-দিন্দা! কড়া বার্তা বঙ্গ বিজেপির

সেপ্টেম্বর 27, 2024 | < 1 min read

আরজি কর-কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কোনও সমালোচনা নয়। কারণ, চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষের সমর্থন রয়েছে। প্রথম থেকেই বিজেপির এই নীতি ছিল। আন্দোলনের কিছু কিছু বিষয় পদ্মশিবিরের অপছন্দের থাকলেও দলের কোনও প্রথম সারির নেতা তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। কিন্তু সম্প্রতি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং ময়নার বিধায়ক অশোক ডিন্ডা দলের সেই ‘নীতি’ ভেঙেছেন। দু’জনেই সমালোচনা করেছেন জুনিয়র ডাক্তারদের। সেটা যে দলের কেন্দ্রীয় নেতৃত্ব ভাল চোখে দেখছেন না, তা বৃহস্পতিবার দলের বৈঠকে স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য।তিনি পরিষ্কার করে দিয়েছেন, দলের নীতির বাইরে গিয়ে কোনও মন্তব‌্য করা যাবে না। দলীয় মুখপাত্ররাই শুধু যা বলার বলবেন। কারও নাম না করে এভাবেই সতর্ক করেছেন মালব‌্য। তবে সেটা যে দিলীপ ঘোষ ও অশোক দিন্দার উদ্দেশেই তা স্পষ্ট।

দলের দুই নেতার তরফে জুনিয়র চিকিৎসকদের সমালোচনা তাঁরা কোন পরিপ্রেক্ষিতে করেছেন তা তাঁর জানা নেই বলে শমীক মন্তব্য করেছিলেন, ‘‘ব্যক্তিগত মত কেউ প্রকাশ করতেই পারেন।’’ আর এবার বৃহস্পতিবার সল্টলেক অফিসে বিজেপির সাংগঠনিক বৈঠকে আগামী দিনে আন্দোলনের রণকৌশল-সহ অন্যান্য বিষয়ে আলোচনার পাশাপাশি এই প্রসঙ্গও উঠে এসেছে বলে বিজেপি সূত্রের খবর।‌ সুকান্ত মজুমদার, মঙ্গল পান্ডে, অমিত মালভিয়া-সহ বৈঠকে অন্যান্য বিজেপি পদাধিকারীদের উপস্থিতিতেই পদ্ম নেতৃত্ব স্পষ্ট জানায়, জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কোনও সমালোচনা নয়। দলের নীতির বাইরে গিয়ে কোনও মন্তব্য করা যাবে না, এ ব্যাপারে শুধুমাত্র দলীয় মুখপাত্ররাই যা বলার বলবেন বলে বৈঠকে মন্তব্য করা হয় বলে সূত্রের খবর।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সংসদের স্থায়ী কমিটিতে অভিষেক
FacebookWhatsAppEmailShare
প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিল বিরোধীরা? মুখ খুললেন গড়করি
FacebookWhatsAppEmailShare
সংসদে স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ পাবে তৃণমূল
FacebookWhatsAppEmailShare