পুজোয় নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে বিদ্যুৎ কর্মীদের ছুটি বাতিল
সেপ্টেম্বর 27, 2024 < 1 min read
পুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা সুনিশ্চিত করার জন্য বাতিল করা হলো বিদ্যুৎ দফতরের কর্মীদের সমস্ত ছুটি।বাংলা জুড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য বিদ্যুৎভবন থেকে পুজো কন্ট্রোল রুম এবং হোয়াটসঅ্যাপ পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, প্রতিবারের মতো এবারও বিদ্যুৎ দফতর রাত-দিন নিজেদের দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। পুজোর দিনগুলিতে বিদ্যুৎ দফতরের সকল কর্মী ও আধিকারিক প্রস্তুত থাকবেন নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করার জন্য। পরিষেবায় গতি আনতে এবার নতুন উদ্যোগ নিল রাজ্য বিদ্যুৎ দফতর।
হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। এছাড়া পুজোর জন্য খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমও। এই কন্ট্রোল রুম জগদ্ধাত্রী পুজো পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার সল্টলেকের বিদ্যুৎভবনে বাংলা জুড়ে বিদ্যুতের অভিনব নয়া পরিষেবার সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।বহুমুখী বিদ্যুৎ পরিষেবার হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8433719121। এদিনই এই সরকারি কর্মসূচিতে উৎসবের দিনগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে পুজোর কন্ট্রোল রুমেরও সূচনা করেন বিদ্যুৎমন্ত্রী।
জানিয়ে দেন,‘‘টানা ভারী বৃষ্টি ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুমাস ধরেই বিশেষ কন্ট্রোল রুম খোলা ছিল। আর এবার চালু হল উৎসব উপলক্ষে বিশেষ কন্ট্রোল রুম। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত ২৪x৭ এই কন্ট্রোল রুম চলবে।’’ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কন্ট্রোল রুমের ফোন নম্বর –8900793503 ও 8900793504 এবং সিইএসসি এলাকার পুজোর কন্ট্রোল রুমের দুটি ফোন নম্বর– 98310 79666 ও 98310 83700 বলে জানান বিদ্যুৎমন্ত্রী।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...