দেশ বিভাগে ফিরে যান

বোকারোর কাছে ফের লাইনচ্যুত মালগাড়ি

সেপ্টেম্বর 26, 2024 | < 1 min read

ঝাড়খণ্ডের টুপকাডিহ রেলওয়ে স্টেশনের কাছে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বোকারো স্টিল প্লান্ট থেকে বল্লভগড়গামী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বোকারো গোমো রেল রুটে রেল চলাচলও ব্যাহত হয়েছে। বারাণসী থেকে রাঁচিগামী বন্দে ভারত ট্রেন চন্দরপুরা রেলস্টেশনে থামিয়ে দেওয়া হয়। এই দুর্ঘটনার কারণে প্রায় ডজন খানেক আপ-ডাউন ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে আদ্রা বিভাগের রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে।

দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এক সিনিয়র আধিকারিক জানান, বোকারো স্টিল প্ল্যান্ট থেকে স্টিল বোঝাই করে মালগাড়িটি আসছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে তুপকাদিহ ও বোকারো স্টেশনের মধ্যে মেইন লাইনে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের দুটি ওয়াগন লাইচ্যুত হয়ে যায়। এই ঘটনার জেরে ১৫টি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে, যার মধ্যে ১৪টিই এক্সপ্রেস ট্রেন।সম্প্রতি অনেক জায়গা থেকে ট্রেন লাইনচ্যুত হওয়ার তথ্যও উঠে এসেছে। এমনই খবর এসেছে গুজরাট, মধ্যপ্রদেশ, মথুরা থেকে। কিছু জায়গায়, ইচ্ছাকৃতভাবে ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছিল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
আধার কার্ড,প্যান কার্ডের তথ্য ফাঁস রুখতে ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার
FacebookWhatsAppEmailShare
সংসদে স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ পাবে তৃণমূল
FacebookWhatsAppEmailShare