বাংলা বিভাগে ফিরে যান

টিকটিকি না এলে সম্পন্ন হয় না নদীয়ার বনেদি বাড়ির এই পুজো

সেপ্টেম্বর 25, 2024 | < 1 min read

বাংলা ও বাঙালির ঐতিহ্যের ইতিহাসে সবরকমভাবে জড়িয়ে আছে দুর্গোৎসব। এই পুজোকে ঘিরে রয়েছে বাঙালির আবেগ। পুজো ঘিরে রয়েছে নানা স্থানের নানা ইতিহাস। বর্তমানে থিমপুজোর চল বাড়লেও একসময় পুজো বলতে শুধুমাত্র ছিল ষোড়শ শতকে চালু হওয়া বনেদি বাড়ির পুজোগুলি। কলকাতা শহরেও শুরু হয়েছিল দেবী আরাধনা। এখনও কলকাতায় একাধিক বনেদি বাড়িতে বিশেষ নিয়ম মেনে পুজো হয়। অদ্ভুত এক নিয়ম এখনও চলছে নদিয়ার কালীগঞ্জ ব্লকের মাটিয়ারি গ্রামের বনেদি বাড়ির পুজোয়।প্রায় ২৭৬ বছরের প্রাচীন এই পুজো। এই বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো পরিচিত রামসীতা বাড়ির দুর্গাপুজো বললে।

কারণ, এই বাড়ির সামনে রামসীতার প্রাচীন বিগ্রহ রয়েছে। এখানে সন্ধিপুজো শুরু হয় সাবেকি বন্দুক থেকে গুলি চালিয়ে। সপ্তমীতে সাতরকম ভাজা, অষ্টমীতে আটরকম ভাজা, নবমীতে নয়রকম ভাজা নিবেদন করা হয় দেবীকে। টিকটিকি না এলে বিসর্জনই শুরু হয় না নদিয়ার কালীগঞ্জ ব্লকের মাটিয়ারি গ্রামের বনেদি বাড়ির পুজোয়। পরিবারের সদস্যদের দাবি, প্রতি বছর দুর্গা প্রতিমা নদীতে ভাসানের সময় দু-তিনটে টিকটিকি আসে। যতক্ষণ টিকটিকি না আসে, প্রতিমা নিরঞ্জন সম্পূর্ণ হয় না। আট পুরুষের এই পুজো বাড়িতে এমন অদ্ভুত ধারা এখনও অটুট।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare