দেশ বিভাগে ফিরে যান

মন্দিরের উপর নিয়ন্ত্রণ ছাড়ুক সরকার, দাবি বিশ্ব হিন্দু পরিষদের

সেপ্টেম্বর 25, 2024 | < 1 min read

মন্দিরের নিয়ন্ত্রণ সরকার ছেড়ে দিক। সেগুলির পরিচালনার ভার দেশবাসীর হাতে দেওয়ার দাবি তুলেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সাধুসম্তদের সংগঠন বিশ্বহিন্দু পরিষদ। তিরুপতি মন্দিরের প্রসাদে অনিয়মের ইস্যুকে হাতিয়ার করে ভিএইচপি দেশব্যাপী আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বক্তব্য, সরকারের হাতে পরিচালনার ভার থাকাতেই প্রসাদের পবিত্রতা নিয়ে হেলাফেলা করা হয়েছে। ভক্তরা সাধুসন্তদের পরামর্শ মেনে মন্দির পরিচালনা করলে এই অনাচার বন্ধ হবে। বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু মন্দিরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ‘হিন্দু সম্প্রদায়ের’ হাতে তুলে দিতে দেশব্যাপী প্রচার চালাবে। এই প্রচারের অধীনে, ভিএইচপি-র সমস্ত রাজ্য শাখা তাদের নিজ নিজ রাজ্যে জনসচেতনতা বাড়াতে প্রচার চালাবে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের সঙ্গে দেখা করবেন প্রতিনিধিরা এবং মন্দিরগুলিকে সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে স্মারকলিপি জমা দেবেন। ভিএইচপি বলছে, মন্দিরগুলিকে সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে প্রতিবাদ ও সামাজিক সচেতনতা চালানো হবে।বিশ্ব হিন্দু পরিষদের নেতা ডক্টর সুরেন্দ্র জৈন মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আদালত এর আগে অনেক সিদ্ধান্তে স্পষ্ট করে দিয়েছে যে ‘মন্দির পরিচালনা’ করা সরকারের কাজ নয়। তিনি আরও বলেছেন, ‘তিরুপতি বিতর্ক যেভাবে সামনে এসেছে তাতে এটি পরিষ্কার হয়ে গেছে যে এখন ‘হিন্দু মন্দির প্রশাসন’ হিন্দু সমাজের হাতে তুলে দেওয়া উচিত।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare