দেশ বিভাগে ফিরে যান

ফের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত মালগাড়ির ৬টি বগি

সেপ্টেম্বর 24, 2024 | < 1 min read

ফের রেলগাড়ি দুর্ঘটনা, আবারও সেই ময়নাগুড়ি! নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে একটি মালগাড়ির পাঁচটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। অসম থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছিল মালগাড়িটি। তবে সে ট্রেনে কোনও যাত্রী না থাকায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কোনও পণ্যও ছিল না ওই ট্রেনে। জানা গিয়েছে, এদিন সকালে ময়নাগুড়ি স্টেশনের দু’নম্বর লাইন দিয়ে ধূপগুড়ি থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল মালগাড়িটি ৷ হঠাৎই বিকট শব্দে চলন্ত মালগাড়ি থেকে আলাদা হয়ে যায় পিছনের ৬টি বগি ৷

এই অবস্থায় বাকি বগিগুলি নিয়ে ছুটল ইঞ্জিন ৷ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ তবে ময়নাগুড়ি স্টেশনের জলের পাইপ লাইন ভেঙে গিয়েছে এই ঘটনার জন্য৷ কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি ৷ এই ঘটনার জন্য আসাম থেকে নিউ জলপাইগুড়িগামী দুটো লাইন বন্ধ হয়ে পড়ে। ট্রেন গুলিকে ওয়াই চ্যানেলের মাধ্যমে চালানো হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা ৷ ঘটনার তদন্ত শুরু করেন তাঁরা ৷ তবে বগিগুলি খালি থাকার দরুন এবং মালগাড়ির গতিবেগ কম থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি৷

এই প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কপিঞ্জল কিশোর শর্মা বলেন, “দুর্ঘটনার কারণে ট্রেন পরিষেবা ব্যাহত হয়নি। লাইন মেরামতির কাজ শুরু হয়েছে। খুব দ্রুতই ওই স্টেশনেও ট্রেন চলাচল শুরু হবে।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare