দেশ বিভাগে ফিরে যান

আবার রেললাইনে সিলিন্ডার, উত্তরপ্রদেশে ট্রেন লাইনচ্যুত করার ছক?

সেপ্টেম্বর 23, 2024 | < 1 min read

রেল লাইনে রাখা এলপিজি সিলিন্ডার। চালকের তৎপরতায় কানপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল মালগাড়ি। রবিবার ভোরে ঘটনাটি ঘটে। ট্রেন উড়িয়ে দেওয়ার চেষ্টা। চলতি মাসে এই নিয়ে চার বার। নাশকতার পিছনে ঠিক কী ও কারা রয়েছে তা স্পষ্ট না হলেও পর পর এই ঘটনায় নড়েচড়ে বসেছে রেল। আবারও সেই উত্তরপ্রদেশ। প্রয়াগরাজের পর এ বার কানপুরেও রেললাইন থেকে উদ্ধার হল গ্যাস সিলিন্ডার।

ফলে আবারও ঘুরেফিরে সেই প্রশ্নই উঠে এল, তা হলে কি লাইনচ্যুত করানোর জন্যই কি এ ভাবে রেললাইনে গ্যাস সিলিন্ডার ফেলে রাখা হয়েছিল?স্থানীয় সূত্রে খবর, উত্তর-মধ্য রেলের প্রয়াগরাজ ডিভিশনের পেরাম্বুর স্টেশন থেকে কিছুটা দূরে রেললাইনের উপর থেকে ছোট একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। ওই লাইন দিয়েই তখন একটি মালগাড়ি আসছিল। কিন্তু চালকের নজরে পড়ে গ্যাস সিলিন্ডারটি। তখনই তিনি আপৎকালীন ব্রেক কষে মালগাড়িটিকে থামান। তবে চালকের নজরে না পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ ও পুলিশ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নাশকতার ছক! কানপুরে ফের রেললাইনে সিলিন্ডার
FacebookWhatsAppEmailShare
আজ সুপ্রিম কোর্টে আর জি কর শুনানি, ডাক্তারদের মিছিলে অনুমতি কোর্টের
FacebookWhatsAppEmailShare
মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare