দেশ বিভাগে ফিরে যান

তৃতীয় মহিলা হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিশী

সেপ্টেম্বর 22, 2024 | < 1 min read

দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে ঘোষণা করা হয়েছিল পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন আপ নেত্রী অতিশী মারলেনা। সেইমতো শনিবার মুখ্যমন্ত্রী পদে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন অতিশী। যার ফলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল দেশ। অতিশীর সঙ্গেই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আপের আরও ৫ বিধায়ক। এরা হলেন গোপাল রাই, সৌরভ ভরদ্বাজ, কৈলাস গেহলট, ইমরান হুসেন এবং মুকেশ অহলাওত।এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সরকারি বাসভবন ‘রাজ নিবাসে’ শপথ গ্রহণ হয়। সেখানে আপের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও।

মঙ্গলবার সন্ধ্যাতেই কেজরিওয়াল লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন। আপের পরিষদীয় দলের বৈঠকে কেজরিওয়ালের প্রস্তাব মেনে সর্বসম্মতিক্রমে অতিশীকে মুখ্যমন্ত্রী পদের জন্য নির্বাচিত করা হয়েছিল। প্রসঙ্গত, বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশী হলেন দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী। এর আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির সুষমা স্বরাজ এবং কংগ্রেসের শীলা দীক্ষিত।উল্লেখ্য, চলতি বছর মার্চে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। জেলে থাকা সত্বেও তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদেই ছিলেন। কিন্তু সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরেই এক দলীয় সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন কেজরিওয়াল। এমনকি পুনরায় ভোটে জিতেই তিনি মুখ্যমন্ত্রীর পদে বসবেন বলে জানিয়েছেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare