বাংলা বিভাগে ফিরে যান

বন্যা পরিস্থিতি নিয়ে মোদীকে আবার চিঠি মমতার

সেপ্টেম্বর 22, 2024 | < 1 min read

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ সেপ্টেম্বর রাজ্যের বন্যা পরিস্থিতির কথা জানিয়ে এবং ডিভিসির উপর ক্ষোভ উগরে দিয়ে মোদীকে একটি চিঠি লিখেছিলেন মমতা। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের তরফে সেই চিঠির জবাব দেওয়া হয়েছিল। জল শক্তি মন্ত্রী সিআর পাতিল দাবি করেছিলেন, রাজ্যের সম্মতি নিয়ে ডিভিসি জল ছাড়ে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে। সেই চিঠির জবাবে মোদীকে মমতা জানালেন, কেন্দ্রের বক্তব্য সঠিক নয়। অনেক সময়েই রাজ্যের সম্মতি ছাড়া জল ছাড়া হয়, দাবি তাঁর। সূত্রের খবর, ডিভিসির জল ছাড়ার কারণে ৪৫১টিরও বেশি জায়গায় ৩৬ হাজার ৪০৫ মিটার নদীপাড় বা বাঁধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৭’র বেশি জায়গায় বাঁধ ভেঙে জল ঢুকেছে গ্রামের মধ্যে। এই সমস্ত এলাকায় ইতিমধ্যে মেরামতির কাজ শুরু করেছে সেচদপ্তর।

তবে বহু এলাকায় নতুন করে ভাঙন দেখা দিচ্ছে বলেও জানাচ্ছেন আধিকারিকরা। সেই ক্ষেত্রে বালির বস্তা ইত্যাদি ব্যবহার করে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। জল নামলে এই সমস্ত জায়গায় পরবর্তী পর্যায়ের কাজে হাত দেওয়া হবে বলেও তাঁরা জানাচ্ছেন। পাঞ্চেত এবং মাইথন দুই ক্ষেত্রেই জল ছাড়ার পরিমাণ কমে ৫০ হাজার কিউসেকে নেমেছে। এই পরিস্থিতিতে মোট ৩০০টি ত্রাণশিবির চলছে। সেখানে আশ্রয় নিয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। ঘাটালে আরও ৩৭টি গ্রুয়েল কিচেন চালু করা হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকায় চালু করা হয়েছে অনেকগুলি মেডিক্যাল ক্যাম্প।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare