দুবছর পর টেস্টে ফিরেই সেঞ্চুরি পন্থের, শতরান গিলেরও
কয়েক সপ্তাহ আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন ঋষভ পন্থের টেস্ট কামব্যাক স্মরণীয় হতে চলেছে। দাদার কথাই অক্ষরে অক্ষরে মিলে গেল চেন্নাই টেস্টের তৃতীয় দিনে। দুর্ঘটনার পর প্রথম টেস্ট খেলতে নেমেই শতরান করলেন পন্থ। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে লাল বলের প্রত্যাবর্তনটা সোনালী অক্ষরে লিখে রাখলেন ভারতীয় দলের তারকা এই ক্রিকেটার।প্রথম ইনিংসেও শুরুটা দারুণভাবেই করেছিলেন।
৩৯ রান করে প্রায় সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু ছন্দপতন হয়। ফলে বড় রান করতে পারেননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে আর কোনও ভুল করলেন না। সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট প্রত্যাবর্তনকে রূপকথায় সাজিয়ে রাখলেন পন্থ।ঋষভ আউট হয়ে গেলেও গিল তুলে নিয়েছেন নিজের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক। শুরুটা তুলনামূলক কম গতিতে করলেও ঝকঝকে শতরান করেছেন তিনিও। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও দুর্দান্ত ফর্মে ছিলেন শুভমান। সব মিলিয়ে জোড়া শতরানে ভারত রীতিমতো চালকের আসনে।
দ্বিতীয় ইনিংসে ভারতের রান যখন ৪ উইকেটে ২৮৭, তখন ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন অধিনায়ক রোহিত শর্মা। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার লিড ৫১৪ রান। বাংলাদেশের বিরুদ্ধ টিম ইন্ডিয়া কত বড় ব্যবধানে ম্যাচ জেতে, সেটাই এখন দেখার।